আর্থিক প্রতারণার অভিযোগে করিনা কাপুর, করিশ্মা কাপুরের পিসতুতো ভাই আরমান জৈনের (Armaan Jain) বিরুদ্ধে সমন জারি করেছিল ইডি। বুধবার সকালে সেই মামলায় নিজের বক্তব্য নথিবদ্ধ করার জন্য ইডির মুম্বইয়ের অফিসে হাজির হলেন আরমান।
বলি সূত্রে খবর, প্রথমবার ইডি আরমানের বিরুদ্ধে সমন জারির পর তিনি নাকি হাজিরা দেননি। গত ১০ ফেব্রুয়ারি আরমানের মামা রাজীব কাপুরের মৃত্যুর দিন তাঁর দক্ষিণ মুম্বইয়ের বাসভবনে ইডির তরফে তল্লাশি চালানো হয়। সেদিনই আরমান জানিয়েছিলেন, আগামী ১৭ ফেব্রুয়ারি তিনি হাজিরা দেবেন। সেই কথা মতো, আজ সকালেই ইডির অফিসে আরমান পৌঁছে যান।
আরও পড়ুন, পুনম ধিলোঁর ছেলে আনমোলের বলি ডেবিউ, প্রথম ছবির আগে মা কী পরামর্শ দিলেন?
জানা গিয়েছে, আর্থিক প্রতারণার অভিযোগে শিবসেনার বিধায়ক প্রতাপ সারনায়েকের ছেলে বিহঙ্গকে জিজ্ঞাসাবাদের সময় উঠে আসে আরমানের নাম। বিহঙ্গের কাছ থেকেই আরমান সম্পর্কে নাকি বহু তথ্য পান ইডির অফিসাররা। বিহঙ্গ ছাড়াও তাঁর বাবাকে ইডির অফিসারররা জিজ্ঞাসাবাদ করেছেন বলে খবর।
রাজ কাপুরের মেয়ে রিমা জৈনের ছেলে হলেন আরমান। গত বছর আনিশা মালহোত্রার সঙ্গে আরমানের বিয়ে উপলক্ষে দিল্লি গিয়েছিলেন কাপুর পরিবারের সদস্যরা। সেখানে গিয়ে ঋষি কাপুর অসুস্থ হয়ে পড়েছিলেন বলে শোনা গিয়েছিল। এখনও পর্যন্ত আর্থিক প্রতারণা মামলা আরমানের জড়িত থাকা প্রসঙ্গে কাপুর পরিবারের কোনও সদস্যই প্রকাশ্যে মন্তব্য করেননি।
আরও পড়ুন, দ্বিতীয় বিয়ে কেন, সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করলেন দিয়া মির্জা