১০ দিনে শুটিং শেষ করে ২০ কোটি টাকা নিলেন কার্তিক আরিয়ান?

শুভঙ্কর চক্রবর্তী |

Jan 12, 2021 | 5:23 PM

'ধামাকা’ -র নির্মাতারা মুম্বইয়ের এক হোটেল বুক করেছিলেন। হোটেলেই চলে নন-স্টপ শুটিং এবং সেখানেই গোটা কাস্ট-ক্রুয়ের থাকাখাওয়ার বন্দোবস্ত করা হয়েছে।

১০ দিনে শুটিং শেষ করে ২০ কোটি টাকা নিলেন কার্তিক আরিয়ান?
‘ধামাকা’-এ কার্তিক।

Follow Us

রাম মাধাবনীর থ্রিলার ছবি ‘ধামাকা’ মাত্র ১০ দিনে শেষ করে নতুন রেকর্ড গড়লেন অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik aaryan)। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ছবির জন্য ২০ কোটি টাকা নিয়েছেন কার্তিক। তার মানে দিন পিছু ২ কোটি টাকা! কোভিড সময়ে দাঁড়িয়ে কার্তিক সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। ঠিক কী কারণে কোভিড ভরাডুবিতেও কার্তিক আরিয়ানের পকেট ফুলেফেঁপে উঠল?

 

 

 

কারণ মূলত দুই। কার্তিক আরিয়ান অভিনীত ‘পতি পত্নি অউর উয়ো’, ‘লুকা ছুপ্পি’, ‘সোনু কে টিটু কি সুইটি’, ’পেয়ার কা পঞ্চনামা ২’ চারটি ছবিই বক্সঅফিসে তুমুল সাফল্য পেয়েছে। একটি বলিউড ছবির শুটিং শেষ করতে অন্তত ৪০-৫০ দিন সময় লাগে, সেখানে কার্তিক মাত্র ১০ দিনে গোটা ছবির শুটিং শেষ করেছেন। তা-ই প্রযোজকের বেশ কিছু টাকা সাশ্রয় হয়েছে। কার্তিক নিজেও কথা দিয়েছেন পোস্ট-প্রোডাকশনের কাজ খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবেন।

দেখেশুনে যা মনে হচ্ছে অক্ষয় কুমারের হাঁটা পথে পা মেলাচ্ছেন কার্তিক। ২০২১-এর ছবির পারিশ্রমিক অক্ষয় ১০০ কোটি থেকে বাড়িয়ে করেছেন ১৩৫। কার্তিকও কম যান না, প্রত্যেক দিনের পারিশ্রমিক ২ কোটি।

 

 

‘ধামাকা’ -র নির্মাতারা মুম্বইয়ের এক হোটেল বুক করেছিলেন। হোটেলেই চলে নন-স্টপ শুটিং এবং সেখানেই গোটা কাস্ট-ক্রুয়ের থাকাখাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। সবার সুরক্ষা নিশ্চিত করতে, প্রযোজক রনি স্ক্রুওয়ালা হোটেল কর্মচারীদেরও ফিল্মের বেশ কিছু অংশে অভিনয় করান বলে খবর। হোটেলের বাইরে কাউকে বেরতে দেওয়া হবে না বলেও জানিয়েছিলেন প্রযোজক।

Next Article