কত জন সন্তানের মা-বাবা হতে চান প্রিয়াঙ্কা-নিক জোনাস?

রণজিৎ দে |

Jan 12, 2021 | 5:51 PM

সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া ওঁদের ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা জানিয়েছেন। প্রিয়াঙ্কা যে বেশ একটা বড়সড় ফ্যামিলির কথা ভাবছেন তা স্পষ্ট জানিয়েছেন সেই সাক্ষাৎকারে।

কত জন সন্তানের মা-বাবা হতে চান প্রিয়াঙ্কা-নিক জোনাস?
প্রিয়াঙ্কা-নিক জোনাস

Follow Us

সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া ওঁদের ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা জানিয়েছেন। প্রিয়াঙ্কা যে বেশ একটা বড়সড় ফ্যামিলির কথা ভাবছেন তা স্পষ্ট জানিয়েছেন সেই সাক্ষাৎকারে। কত বড় ফ্যামিলির কথা ভাবছেন প্রিয়াঙ্কানিক? প্রিয়াঙ্কার উত্তর “ একটা ক্রিকেট টিম”! যদিও পরে ‘ক্রিকেট টিম’এর প্ল্যানিং থেকে সরে এসেছেন তারকাদম্পতি।

প্রিয়াঙ্কানিক জোনাস বিয়ে করেছিলেন ২০১৮ সালে। প্রায় তিন বছর হতে চলল। নিক জোনাস সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন এই মুহূর্তে ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা ভাবছেন না তাঁরা। দু’জনে সময় নিয়ে ভাববেন। তবে এখন না ভাবলেও প্রিয়াঙ্কা স্পষ্ট জানিয়েছেন যখনই তাঁরা ভাবুন, ক্রিকেট টিম’ না হলেও বড় ফ্যামিলির কথাই ভাববেন তাঁরা।

আরও পড়ুন :আজ বিবেকানন্দের জন্মদিন, কঙ্গনার ‘গুরু প্রণাম’

তারকাদম্পতি এই মুহূর্তে দু’জনেই খুব ব্যস্ত। তবু সময় পেলেই একে অপরের সঙ্গে ‘কোয়ালিটি টাইম’ কাটাবার চেষ্টা করেন দু’জনেই। কাজ এবং ব্যক্তিগত জীবনকে ব্যালেন্স করার চেষ্টা করেন তারকাদম্পতি। এই মুহূর্তে প্রিয়াঙ্কা হলিউডের একটি ছবিতে কাজ করছেন। লণ্ডনে শুট করছেন তিনি। নিকও ছুটি কাটাতে এখন লণ্ডনেই আছেন প্রিয়াঙ্কার সঙ্গে।

Next Article