শুধুমাত্র চরিত্রের খাতিরে কখনও বাড়িয়েছেন ১১ কেজি। কখনও ফ্ল্যাটে আটকে পড়া আইটি কর্মচারীর চরিত্র করতে দিনের পর দিন না খেয়েও কাটিয়েছেন। বডি ট্রান্সফর্মেশন নিয়ে যা খাটনি করেছেন, অনেক বলিউড অভিনেতাকে বলে বলে গোল দেবেন ইন্ডাস্ট্রির ‘মেথড অ্যাক্টর’ রাজকুমার রাও। অনুরাগ বসুর ছবি ‘লুডো’তে রাজকুমার ছিলেন ডাই হার্ড ‘মিঠুনদা’র ফ্যান। তাঁর অনবদ্য অভিনয় দক্ষতা ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।
Building a character. Nothing gives me more high than the process of exploring someone else’s life on screen ?? pic.twitter.com/diLW4rODvk
— Rajkummar Rao (@RajkummarRao) July 5, 2017
এখন রাজকুমার রাও মন দিয়েছেন তাঁর পরবর্তী ছবি ‘বধাই দো’তে। সেই কারণে নিজের শরীরচর্চায় মন দিয়েছেন তিনি। আজ ইনস্টাগ্রাম স্টোরিতে রাজকুমার পোস্ট করলেন জিমের ছবি। শরীরচর্চাকে বেশ সিরিয়াসলি নিয়েছেন অভিনেতা– তা ছবি দেখলেই বোঝা যায়। ঘেমে নেয়ে ওয়েট লিফ্ট করছেন রাজকুমার। বাইসেপের মাসলগুলো ঠিকরে বেরচ্ছে। সাদা গেঞ্জি এবং নীল ট্র্যাক প্যান্টে দু’হাতে লিফ্ট করছেন ওয়েট। ক্যাপশানে লিখেছেন, ‘ধরে থাকো, হাল ছেড়ো না। বধাই দো।’
নতুন লুকে রাজকুমার রাও একবারে হিট। তাঁর শরীরের এই পরিবর্তন কিন্তু চোখে পড়ার মতো। এবং তাঁর ফ্যানদের অনুপ্রেরণা দেবে বলেই অনেকের বিশ্বাস।
‘বধাই দো’-র শুটিং নিয়ে রাজকুমার রাও এখন ব্যস্ত। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন ভূমি পেডনেকার। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘বধাই হো’-র সিকোয়েল এ ছবি। ছবিতে রাজকুমার একজন পুলিসের চরিত্রে অভিনয় করছেন। ভূমি পেডনেকার ছবিতে একজন পিটি টিচার।