আজ বিবেকানন্দের জন্মদিন, কঙ্গনার ‘গুরু প্রণাম’

আজ স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্ম জয়ন্তী। কঙ্গনা রানাওয়াত বিবেকানন্দকে গুরু মানেন। সোশাল মিডিয়ায় গুরু প্রণাম জানালেন তিনি।

আজ বিবেকানন্দের জন্মদিন, কঙ্গনার ‘গুরু প্রণাম’
কঙ্গনা রানাওয়াত
Follow Us:
| Updated on: Jan 12, 2021 | 4:56 PM

আজ স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্ম জয়ন্তী। কঙ্গনা রানাওয়াত বিবেকানন্দকে গুরু মানেন। সোশ্যাল মিডিয়ায় গুরু প্রণাম জানিয়েছেন তিনি। মাঝেমাঝেই অনেক ইন্টারভিউতে, নিজের সোশ্যাল মিডিয়ায় বিবেকানন্দকে উদ্ধৃতি করেন কঙ্গনা। তিনি যে বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত, নায়িকার সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই বোঝা যায়।

 স্বাভাবিকভাবেই আবেগ তাড়িত হয়ে পড়েছেন ‘কুইন’। সোশাল মিডিয়ায় গুরু প্রণাম জানিয়ে কঙ্গনা লিখেছেন “ আমি যখন দিশেহারা হয়ে পড়ি, তুমি আমায় পথ দেখিয়ে দাও। আমার যখন কোথাও যাবার থাকে না, তুমি এসে আমার হাতটা ধর। আমি যখনই নিরাশায় ভুগি, তুমিই আমায় আশার আলো দেখাও। আমার প্রতিটা মুহূর্ত তুমি ঘিরে আছ। আমার গুরু, আমার জীবনে তোমার উপরে আর কেউ নেই।”

কঙ্গনার ‘গুরু প্রণাম’এ সামিল হয়েছেন ওঁর ফ্যানেরাও। সমস্ত বিশ্বজুড়ে বিবেকানন্দের ভক্তরা ছড়িয়ে আছেন। তাঁরাও সোশ্যাল মিডিয়ায় ‘গুরু প্রণাম’ জানিয়েছেন। 

কঙ্গনা এই মুহূর্তে ভোপালে শুট করছেন। ছবির নাম ‘ধাকড়’। এই ছবিতে একজন স্পাই এজেন্টের ভূমিকায় তিনি অভিনয় করছেন। খুব শীঘ্রই জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’তেও তাঁকে দেখা যাবে।