মা হচ্ছেন ক্যাটরিনা! ভিকির সংসারে কবে আসছে নতুন সদস্য? গোপন সূত্র থেকে ফাঁস বড় খবর
কাকপক্ষীও টের পাননি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রেম করছেন। তারপরই দুম করে বলিউডে পড়ল বোমা। কঠোর নিরাপত্তায়, গোপনীয়তা বজার রেখে সাত পাকে বাঁধা পড়লেন ক্যাট ও ভিকি। ২০২১ সালের ডিসেম্বর মাসে জমজমাট বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।

যা রটে, তা কিছু তো বটে! ঠিক সেরকমই ঘটতে চলেছে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের সংসারে। ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক।
গত বছর থেকে হঠাৎ বলিউড গুঞ্জনে শোনা যায় ক্য়াটরিনা নাকি মা হতে চলেছেন। এমনকী, যখনই ক্যাটরিনা ধরা পড়তেন পাপারাজ্জির ক্যামেরায়, তখনই জোরদার হত তাঁর মা হওয়ার খবর। এমনকী, কয়েক সপ্তাহ আগেই ক্যাটরিনাকে ঢিলেঢালা পোশাক পরতে দেখা যাওয়ায়, সেই গুঞ্জনের আগুনে বারুদ পড়েছিল। আর এবার ভিকি ও ক্যাটরিনার ঘনিষ্ঠসূত্র থেকে ফাঁস হল বড়সড় খবর।
এনডিটিভিতে প্রকাশিত খবর অনুযায়ী, ভিকি ও ক্যাটরিনার ঘনিষ্ঠমহল থেকে পাওয়া খবর অনুযায়ী, এই মুহূ্র্তে আট মাসের অন্তঃসত্ত্বা ক্যাটরিনা। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আগামী অক্টোবর শেষ বা নভেম্বরের শুরুতেই মা হবেন ক্যাটরিনা। এই কারণেই ক্যাটরিনা ইদানিং রয়েছেন মিডিয়ার লোকচক্ষুর আড়ালে। তবে এই নিয়ে এখনও পর্যন্ত ক্যাটরিনা বা ভিকির কাছ থেকে কোনও মন্তব্য পাওয়া যায় না।
কাকপক্ষীও টের পাননি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রেম করছেন। তারপরই দুম করে বলিউডে পড়ল বোমা। কঠোর নিরাপত্তায়, গোপনীয়তা বজার রেখে সাত পাকে বাঁধা পড়লেন ক্যাট ও ভিকি। ২০২১ সালের ডিসেম্বর মাসে জমজমাট বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।
