ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেথুপথি গাঁটছড়া বেঁধে এবার ‘বিরতিহীন’ ছবি করবেন!

রণজিৎ দে |

Jan 23, 2021 | 2:35 PM

ক্যাটরিনা কাইফ এবং দক্ষিণের সুপারস্টার বিজয় সেথুপথি এবার একসঙ্গে গাঁটছড়া বেঁধে ছবি করছেন। ‘অন্ধাধুন’খ্যাত পরিচালক শ্রীরাম রাঘবনের জন্যই এই গাঁটছড়া সম্ভব হয়েছে।

ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেথুপথি গাঁটছড়া বেঁধে এবার ‘বিরতিহীন’ ছবি করবেন!
ক্যাটরিনা-বিজয়-রাঘবন

Follow Us

ক্যাটরিনা কাইফ (katrina kaif) এবং দক্ষিণের সুপারস্টার বিজয় সেথুপথি এবার একসঙ্গে গাঁটছড়া বেঁধে ছবি করছেন। ‘অন্ধাধুন’খ্যাত পরিচালক শ্রীরাম রাঘবনের জন্যই এই গাঁটছড়া সম্ভব হয়েছে।

রাঘবনের ছবি মানেই চমক। ওঁর নতুন ছবিও তার ব্যতিক্রম নয়। একটি ৯০ মিনিটের ছবি বানাচ্ছেন রাঘবন। না,এতে কোনও চমক নেই। তবে চমক কোথায়? ৯০ মিনিটের এই ছবিটি হবে বিরতিহীন। অর্থাৎ এই ছবিতে কোনও ‘ইন্টারভ্যাল’ থাকবে না। দর্শক টানা দেখবেন ছবিটি। এই ‘বিরতিহীন’ ছবিতেই একসঙ্গে কাজ করছেন ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেথুপথি।

রাঘবনের স্ক্রিপ্ট লেখা প্রায় শেষ। সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিল থেকেই শুট শুরু করবেন তিনি। পুরো ছবিটার শুটিং হবে পুনে এবং মুম্বইয়ের আশেপাশে কয়েকটি জায়গায়। প্রায় ৩০ দিন ধরে চলবে ছবির শুটিং। তবে ছবির বিষয় কী, তা নিয়ে এখনই খুব বেশি কথা বলতে চান না পরিচালক।

আরও পড়ুন :রাত পোহালেই বরুণ ধাওয়ানের বিয়ে, মোবাইলে ছবি তোলা নিষিদ্ধ বিয়েবাড়িতে!

বেশ কোমর বেঁধেই প্রিপ্রোডাকশন করছেন রাঘবন এবং ওঁর টিম। এই কোভিড পরিস্থিতে অহেতুক বেশি শুট করতে নারাজ পরিচালক। তাই প্রথম থেকেই জোর কদমে ওয়ার্কশপ করছে গোটা টিম।

ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেথুপথি দু’জনেই এই প্রথম একসঙ্গে জুটি বাঁধছেন। স্বাভাবিক ভাবেই দু’জনের ফ্যানরাই খুব উত্তেজিত। কেমন হবে দু’জনের রসায়ন তার দিকে তাকিয়ে দু’পক্ষই। প্রসঙ্গত উল্লেখযোগ্য, ক্যাটরিনার বোন ইসাবেলাও বলিউডে ডেবিউ করলেন। ওঁর নতুন ছবির পোস্টার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। বোনের জন্য স্বাভাবিকভাবেই খুশি দিদি ক্যাটরিনা কাইফ।

Next Article