ভিকির পর এ বার করোনায় আক্রান্ত হলেন ‘রিউমারড গার্লফ্রেন্ড’ ক্যাটরিনা কাইফও। সে কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন ক্যাটরিনা। ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী জানান, আপাতত বাড়িতেই পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শমতো চিকিৎসা চলছে। পাশাপাশি বিগত কয়েক দিনে যে বা যারা তাঁর সংস্পর্শে এসেছে তাঁদেরও করোনা পরীক্ষা করার আর্জি জানান অভিনেত্রী।
প্রসঙ্গত, সোমবারই নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ভিকি। তিনি লেখেন, “সমস্ত করোনা সংক্রান্ত বিধি মানা সত্ত্বেও আমি করোনায় আক্রান্ত হয়েছি। আপাতত গৃহ পর্যবেক্ষণে রয়েছি আমি।”
ভিকি-ক্যাটরিনার প্রেমের গুঞ্জন বলিপাড়ায় নতুন নয়।, তাঁরা মুখে স্বীকার না করলেও ওঁদের একসঙ্গে করোনা আক্রান্ত হওয়ার খবরে ফের সেই গুঞ্জনে মুখর বলিপাড়া। বিগত কয়েক মাসে বলিউড যেন করোনার আঁতুড়ঘর। রণবীর কাপুর থেকে আলিয়া ভাট, আমির খান থেকে অক্ষয় কুমার করোনা আক্রান্ত হয়েছেন তামাম বলিসেলেবরা। ফের কি তবে পূর্ণ লকডাউন? বিভিন্ন মহলে উঠছে সে প্রশ্নও।