চলতি বছরের শেষে বিয়ের পিঁড়িতে ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল। আপাতত ক্যাট ভিকির বিয়ে নিয়ে সরগরম টিনসেল টাউন। ডিসেম্বরেই বাজবে বিয়ের সানাি। কোথায় বিয়ে করছেন তাঁরা, বিয়েতে কী পোশাক পড়ছেন ক্যাটরিনা? এই প্রশ্নগুলিই আপাতত চর্চার কেন্দ্রবিন্দুতে। বলিউড সূত্র অনুযায়ী, ডিজ়াইনার সব্যসাচী মুখোপাধ্য়ায় নাকি ডিজাইন করছেন নায়িকার বিয়ের পোশাক। যদিও এখনও পর্যন্ত ভিকি বা ক্যাটরিনার মধ্যে কেউই মুখ খোলেননি এই বিষয়ে। এবার ক্যাটরিনার ভক্তদের জন্য আরও এক সুখবর। বিয়েের আগে লম্বা ছুটি নিতে চলেছেন নায়িকা।
বিয়ে বলে কথা। বিয়ে মানে হাজারো প্রস্তুতি। সেখানে ক্যাটরিনা কাইফ, বি–টাউনের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম। তাই প্রস্তুতি তো আরও একটু বেশিই স্পেশ্যাল হবে। তাই না! শোনা যাচ্ছে বিয়ের প্রস্তুতির জন্য টানা বিরতি নিতে চলেছেন অভিনেত্রী।
রাজস্থানের সাওয়াই মাধোপুরে হবে বিয়ে। বিয়ের লোকেশন বারওয়ারার সিক্স সেন্স দুর্গ। ১৪ শতাব্দীর দুর্গটি অভয়ারণ্য ও স্পাতে রূপান্তরিত হয়েছে। কিন্তু এত জায়গা থাকতে কেন বিয়ের জন্য রাজস্থানকেই বেছে নিলেন ক্যাটরিনা?
এক নেপথ্যে আছে বিশেষ কারণ। ক্যাটরিনার এক ঘনিষ্ঠ জানিয়েছেন, “বিয়ে নিয়ে অনেকদিনের স্বপ্ন ক্যাটরিনার। জাঁকজমক করে বিয়ে করতেই চেয়েছিলেন তিনি। বিয়ে করতে চেয়েছেন মহারানীদের মতো। ফলে রাজস্থান। এই রাজ্যের নামের মধ্যেই রয়েছে রাজকীয় ব্যাপার।”
বিয়েতে মহারানীদের মতোই ভারী গয়না পরবেন ক্যাটরিনা। রাজস্থানের সংস্কৃতি বরাবরই আকর্ষণ করে অভিনেত্রীকে। কয়েকবছর আগে রাজস্থানে অনুষ্ঠিত একটি বিয়েতে গিয়েছিলেন ক্যাট। সেই বিয়ে দেখে কিছুতেই ভুলতে পারেননি তিনি। তখন থেকেই মনে মনে ঠিক করে রেখেছিলেন, বিয়ে করলে রাজস্থানের পরিবেশেই করবেন। জানিয়েছেন ক্যাটরিনার ঘনিষ্ঠ।
ভিকি–ক্যাটরিনা যেখানে বিয়ে করছেন, সেই দুর্গটির মালিকানা ছিল রাজস্থানের রাজ পরিবারের। তাঁদের মালিকানায় ছিল একটি প্রাসাদ ও দুটি মন্দির। এই তিনটি স্থাপত্যই দুর্গে অবস্থিত। দুর্গে পা রাখলেই ৭০০ বছর পিছিয়ে যাবেন যে কেউ। সেই রাজকীয় পরিবেশেই চার হাত নাকি এক হতে চলেছে ভিকি ও ক্যাটরিনার।
আপাতত ক্যাটরিনা ব্যস্ত ‘সূর্যবংশী’র প্রমোশনে। সঙ্গে অবশ্যই রয়েছেন তাঁর সহ–অভিনেতা অক্ষয় কুমার এবং পরিচালক রোহিত শেট্টি। ৫ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘সূর্যবংশী।’ এই ছবির প্রমোশনে এসে নায়িকা জানান, খুব শীঘ্রই সলমন খানের সঙ্গে টাইগার ৩ ছবির কাজও শুরু করে দেবেন। তবে আপাতত চার হাত এক হওয়ার অপেক্ষা।
আরও পড়ুন:Esha Deol Takhtani: কেমন কাটল এষার ৪০তম জন্মদিন? কারা ছিলেন আমন্ত্রিতদের তালিকায়; দেখুন ছবিতে
আরও পড়ুন:Subhashree Ganguly: জন্মদিনে রাজ কী বললেন শুভশ্রীকে, তাঁকে কী বললেন ইন্ডাস্ট্রির বন্ধুরা?
আরও পড়ুন:Huma-Sonakshi: ছবি চুরি করেছেন হুমা! আইনি নোটিশ পাঠাবেন বললেন শত্রুঘ্ন-কন্যা