স্টুডিয়োপাড়ায় ফের সিরিয়াল বন্ধের খবর! শেষ হচ্ছে মিহি, মধুবনীর জার্নি?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Sep 05, 2024 | 10:46 PM

আবারও সিরিয়াল বন্ধ হওয়ার খবর। তিন মাসের মাথাতেই নাকি বন্ধ হচ্ছে আরও এক সিরিয়াল। শুক্রবারই নাকি শেষ দিনের শুটিং হবেন। শোনা যাচ্ছে, খুব অল্প সময়ের মধ্যেই বন্ধ হবে 'কে প্রথম কাছে এসেছি'। সিরিয়ালের অন্দরের সবাই এই কথা জানলেও, এই বিষয় কোনও মন্তব্য করতে রাজি নন কেউই। 'গৌরী এল'র পর এই সিরিয়ালে নতুন ভাবে দর্শক পেয়েছিলেন অভিনেত্রীকে।

স্টুডিয়োপাড়ায় ফের সিরিয়াল বন্ধের খবর! শেষ হচ্ছে মিহি, মধুবনীর জার্নি?

Follow Us

আবারও সিরিয়াল বন্ধ হওয়ার খবর। তিন মাসের মাথাতেই নাকি বন্ধ হচ্ছে আরও এক সিরিয়াল। শুক্রবারই নাকি শেষ দিনের শুটিং হবেন। শোনা যাচ্ছে, খুব অল্প সময়ের মধ্যেই বন্ধ হবে ‘কে প্রথম কাছে এসেছি’। সিরিয়ালের অন্দরের সবাই এই কথা জানলেও, এই বিষয় কোনও মন্তব্য করতে রাজি নন কেউই।

‘গৌরী এল’র পর এই সিরিয়ালে নতুন ভাবে দর্শক পেয়েছিলেন অভিনেত্রী মোহনা মাইতিকে। নায়িকার আগের সিরিয়াল যতটাই হিট ছিল। তেমনই এই নতুন কাহিনি খুব একটা টিআরপি তালিকায় জায়গা করে নিতে পেরেছে তেমনটা নয়। শোনা যাচ্ছে, টিআরপি নম্বর কমে যাওয়ার জন্যই হয়তো চ্যানেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন। এই মুহূর্তে সিরিয়াল পাড়ায় সবচেয়ে জনপ্রিয় কাহিনি হল ‘গীতা এল এল বি’। যে গল্পের সঙ্গে নাকি এঁটে উঠতে না পেরেই এই পরিণতি। তবে এই গল্পই প্রথম নয়। এর আগে অনেক সিরিয়ালই বন্ধ হয়েছে তিন মাস অথবা ছয় মাসের মধ্যে। এটা যদিও কোনও নতুন খবর নয়।

উল্লেখ্য, সম্প্রতি এই সিরিয়ালের ট্র্যাকে আনা হয়েছিল বদল। এই গল্পেও দেখানো হয় রাতদখলের ছবি। প্রতিবেশী কন্যের শ্লীলতাহানির জবাবে বঁটি, কাটারি হাতে রুখে দাঁড়ায় মধুবনী-সহ পাড়ার অন্য মহিলারা। ওদিকে ঋকদেবকে ইতিমধ্যেই নিজেদের অতীতের ঘটনাও জানিয়ে দিয়েছে মধুবনী। সিরিয়ালের গল্পে দেখানো হয়েছিল সরোগেট মাদারের যাত্রা। নতুন ভাবনা কি তবে দর্শকরা নিতে পারলেন না? সিরিয়াল বন্ধের খবর ছড়িয়ে পড়ার পর এমন অনেক প্রশ্নই উঠে আসছে। শোনা যাচ্ছে, এই সিরিয়াল বন্ধ হলেও পুজোর আগেও অনেক নতুন সিরিয়াল আসতে চলেছে।

Next Article