TV9 বাংলা ডিজিটাল : রেগে গিয়েছেন কিয়ারা আডবাণী (kiara Advani)! বলিউডে এতগুলো বছর কাটালেন তবু ভুল নামে ডেকে ফেললেন একজন সাংবাদিক!
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কিয়ারা আডবাণী।বেশ খোশ মেজাজেই উত্তর দিচ্ছেলেন সাংবাদিকদের। হঠাৎই এক সাংবাদিক কিয়ারাকে ভুল করে ডেকে ফেলেন ‘কায়রা’! এতেই চটে যান নায়িকা। ঘুরিয়ে সেই সাংবাদিককে প্রশ্ন করেন “ কী নামে ডাকলেন আমায়? কিয়ারা নাকি কায়রা?” তারপর ‘ইন্দু কি জাওয়ানি’–র নায়িকা একটু রেগে গিয়ে বলেন “ আগে আমার নাম ঠিক ভাবে উচ্চারণ করুন,তারপর আপনার প্রশ্নের উত্তর দেব”। এরপর সেই সাংবাদিককে মজার ছলে বলেন “ ঠিকভাবে কিয়ারা নামটা উচ্চারণ করুন।” দেখুন সেই ভিডিয়োর কিছু ঝলক।
কিয়ারা আডবাণী এখন দারুণ ব্যস্ত। সদ্যই হলে মুক্তি পেয়েছে ওঁর নতুন ছবি ‘ ইন্দু কি জওয়ানি’। এখন চুটিয়ে শুটিং করছেন ‘ যুগ যুগ জিয়ো’ ছবির জন্য। এই ছবির শুটিং করতে গিয়েই করোনায় আক্রান্ত হন বরুণ ধাওয়ান এবং নিতু কপূর।যদিও কিয়ারা এবং অনিল কপূরের রির্পোট নেগেটিভ এসেছে।কিয়ারার হাতে এখন পর পর ছবি।কার্তিক আরিয়ানের সঙ্গে ‘ ভুল ভুলাইয়া ২’, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘শেরশাহ’–তে দেখা যাবে নায়িকাকে। তিনটে ছবিই সামনের বছর মুক্তি পাবে।বোঝাই যাচ্ছে এই অতিমারিতেও কিয়ারার বৃহস্পতি কিন্তু তুঙ্গে।সত্যিই তো, এখনও যদি কেউ ভুল নামে ডাকে, নায়িকার তো রাগ হবারই কথা!
আরও পড়ুন :এক নয়, একাধিক প্রিয় পুরুষের নাম প্রকাশ্যে বললেন করিনা!
TV9 বাংলা ডিজিটাল : রেগে গিয়েছেন কিয়ারা আডবাণী (kiara Advani)! বলিউডে এতগুলো বছর কাটালেন তবু ভুল নামে ডেকে ফেললেন একজন সাংবাদিক!
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কিয়ারা আডবাণী।বেশ খোশ মেজাজেই উত্তর দিচ্ছেলেন সাংবাদিকদের। হঠাৎই এক সাংবাদিক কিয়ারাকে ভুল করে ডেকে ফেলেন ‘কায়রা’! এতেই চটে যান নায়িকা। ঘুরিয়ে সেই সাংবাদিককে প্রশ্ন করেন “ কী নামে ডাকলেন আমায়? কিয়ারা নাকি কায়রা?” তারপর ‘ইন্দু কি জাওয়ানি’–র নায়িকা একটু রেগে গিয়ে বলেন “ আগে আমার নাম ঠিক ভাবে উচ্চারণ করুন,তারপর আপনার প্রশ্নের উত্তর দেব”। এরপর সেই সাংবাদিককে মজার ছলে বলেন “ ঠিকভাবে কিয়ারা নামটা উচ্চারণ করুন।” দেখুন সেই ভিডিয়োর কিছু ঝলক।
কিয়ারা আডবাণী এখন দারুণ ব্যস্ত। সদ্যই হলে মুক্তি পেয়েছে ওঁর নতুন ছবি ‘ ইন্দু কি জওয়ানি’। এখন চুটিয়ে শুটিং করছেন ‘ যুগ যুগ জিয়ো’ ছবির জন্য। এই ছবির শুটিং করতে গিয়েই করোনায় আক্রান্ত হন বরুণ ধাওয়ান এবং নিতু কপূর।যদিও কিয়ারা এবং অনিল কপূরের রির্পোট নেগেটিভ এসেছে।কিয়ারার হাতে এখন পর পর ছবি।কার্তিক আরিয়ানের সঙ্গে ‘ ভুল ভুলাইয়া ২’, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘শেরশাহ’–তে দেখা যাবে নায়িকাকে। তিনটে ছবিই সামনের বছর মুক্তি পাবে।বোঝাই যাচ্ছে এই অতিমারিতেও কিয়ারার বৃহস্পতি কিন্তু তুঙ্গে।সত্যিই তো, এখনও যদি কেউ ভুল নামে ডাকে, নায়িকার তো রাগ হবারই কথা!
আরও পড়ুন :এক নয়, একাধিক প্রিয় পুরুষের নাম প্রকাশ্যে বললেন করিনা!