এক নয়, একাধিক প্রিয় পুরুষের নাম প্রকাশ্যে বললেন করিনা!
সইফ এবং অমৃতার সন্তান সারা এবং ইব্রাহিমের সঙ্গে করিনার সম্পর্ক নিয়ে বিভিন্ন জল্পনা রয়েছে ইন্ডাস্ট্রিতে।
প্রিয় পুরুষ কে? যে কোনও মহিলাকে এই প্রশ্ন করা বলে বিভিন্ন রকম উত্তর পাওয়া যাবে। কেউ বলবেন বাবার কথা, কেউ স্বামীর, কেউ বা প্রিয় বন্ধুর। এক মহিলার জীবনে একাধিক প্রিয় পুরুষ থাকতেই পারেন। ঠিক তেমনই প্রকাশ্যেই তিন প্রিয় পুরুষের কথা শেয়ার করলেন করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ছবিও দিয়েছেন তিনি।
আসলে করিনার শেয়ার করা ছবিতে দুই ছেলেকে নিয়ে দেখা যাচ্ছে সইফ আলি খানকে। এক্কেবারে অন্য মুডে রয়েছেন তাঁরা। আর এই হল করিনার প্রিয় পুরুষ।
View this post on Instagram
দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন নায়িকা। মাঝে মধ্যেই প্রেগন্যান্সি গ্লো-এর ছবি শেয়ার করছেন তিনি। তৈমুরের জন্মের আগেও চুটিয়ে শুট করেছিলেন। আবার পোস্ট প্রেগন্যান্সি দ্রুত ফিরেছিলেন ফ্লোরে। এবারও তার অন্যথা হচ্ছে না। কিছুদিন আগেই আমির খানের সঙ্গে লাল সিং চাড্ডার শুটিং শেষ করেছেন। এখনও বাড়ি থেকে চলছে শুটিং।
আরও পড়ুন, নিজেকে বদলে ফেললেন মিলিন্দ সোমন! কিন্তু কীভাবে?
সইফ এবং অমৃতার সন্তান সারা এবং ইব্রাহিমের সঙ্গে করিনার সম্পর্ক নিয়ে বিভিন্ন জল্পনা রয়েছে ইন্ডাস্ট্রিতে। যদিও প্রকাশ্যে সারা বহুবার জানিয়েছেন করিনার সঙ্গে তাঁর বন্ধুর মতো সম্পর্ক। কেরিয়ারের বিভিন্ন বিষয়েও করিনার থেকে পরামর্শ নেন তিনি। কিন্তু ইব্রাহিমের সঙ্গেও করিনার দারুণ সম্পর্ক। অন্তত তেমনটাই জানিয়েছেন কপূর এবং খান পরিবারের সদস্যরা। সারা এবং ইব্রাহিম ছোট থেকেই অমৃতার সঙ্গে থাকেন। কিন্তু বরাবরই সন্তানদের সঙ্গে সম্পর্ক রয়েছে সইফের। সারা ইতিমধ্যেই অভিনয় দক্ষতায় আলাদা জায়গা করে নিয়েছেন বলিউডে। এবার পরিবারের অন্য অনেকের মতোই অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিতে চান ইব্রাহিমও।