কিয়ারার বিকিনি-দৃশ্য বাদ পড়ছে? ‘ওয়ার টু’ নিয়ে জেনে নিন সত্যিটা
হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’ মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট, ২০২৫ তারিখে। কিয়ারা আডভানির ছবি ‘ওয়ার ২’ ইতিমধ্যেই সেন্সর বোর্ডের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে। কিন্তু কিয়ারার অনুরাগীদের জন্য ভালো খবর নেই। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) সিনেমাটির নতুন ভার্সান প্রকাশ করতে বলেছে।

হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’ মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট, ২০২৫ তারিখে। কিয়ারা আডভানির ছবি ‘ওয়ার ২’ ইতিমধ্যেই সেন্সর বোর্ডের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে। কিন্তু কিয়ারার অনুরাগীদের জন্য ভালো খবর নেই। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) সিনেমাটির নতুন ভার্সান প্রকাশ করতে বলেছে।
তাতে কি কিয়ারার বিকিনি-দৃশ্য বাদ গিয়েছে? একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘ওয়ার ২’-এর নির্মাতারা সিবিএফসি-র কাছে সিনেমার একটি নতুন কাট জমা দিয়েছিলেন। যেখানে প্রায় ১০ মিনিটের ফুটেজ সম্পাদিত হয়েছে। সেন্সর বোর্ড সিনেমাটিকে একটি U/A16+ সার্টিফিকেট দেওয়ার আগে ১০ মিনিট কেটে দেওয়ার পরামর্শ দেয় এবং আরও কিছু দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দেয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কিয়ারার বিকিনি পরা পুল সিনটি সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে।
সিনেমা থেকে ৯ সেকেন্ডের অন্তরঙ্গ দৃশ্য বাদ দিতে বলা হয়েছে বলেও খবর। এর মানে সম্ভবত হৃতিকের সঙ্গে কিয়ারার বিকিনি দৃশ্য মুছে ফেলা হয়েছে। যদিও এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির প্রচারে বড় ভূমিকা নিয়েছিল। একটি অশ্লীল সংলাপ পরিবর্তন করে আরও উপযুক্ত সংলাপ ব্যবহার করা হয়েছে এবং একটি চরিত্রের অশোভন অঙ্গভঙ্গিও বাদ দেওয়া হয়েছে। সিনেমাটির সমস্ত অন্তরঙ্গ দৃশ্য ৫০ শতাংশ কমিয়ে দিতে বলা হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও অ্যাকশন দৃশ্যগুলোর কোনও পরিবর্তন করা হয়নি। শুধুমাত্র ‘আভান জাভান’ গানেই প্রধান পরিবর্তন এসেছে। এমন চর্চা শুরু হওয়ার পর কিয়ারার বিকিনি-দৃশ্য কতটা থাকবে, তা দেখার জন্য ১৪ অগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।
