Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kiff2023: কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে 'বাঁদর মানুষ', কে সে?

Kiff2023: কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ‘বাঁদর মানুষ’, কে সে?

Nandan Paul

|

Updated on: Dec 11, 2023 | 2:09 PM

Monkey Man In Kiff2023: নন্দনে ফিল্ম ফেস্টিভ্য়ালে বাঁদরের লম্ফঝম্ফ। আসলে বাঁদরের আড়ালে লুকিয়ে মানুষ। কে সে? কেনই বা সে ফিল্ম ফেস্টিভ্যালে?

কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। কত নামী দামি, দেশ বিদেশের মানুষের আগমন। আর তার মাঝেই বাঁদর মানুষের লম্ফঝম্ফ। কে ইনি? কী করছেন ফিল্ম ফেস্টিভ্যালের মতো এই আন্তর্জাতিক মঞ্চে? একজন মানুষ। যাঁর পেশা লোক হাসানো। না তিনি কোনও স্ট্যান্ড আপ কমেডিয়ান নন। নিজের পেট চালাতে বাঁদর সেজে ঘুরে বেড়ান রাস্তায় রাস্তায়। পথ চলতি মানুষদের হাসান। তাতে আসে দুটো পয়সা। পেট চলে। কিন্তু।

যে মানুষটা দর্শকদের আনন্দ দেন, তাঁর জীবন যন্ত্রণা আর কেই বা পড়েছেন? তাঁর ওপরে একটা আস্ত তথ্যচিত্র করেছেন পরিচালক হায়দার খান। যাঁকে নিয়ে এই তথ্যচিত্র, কী বলছেন সেই মাঙ্কিম্যান জ্যাকি?

তথ্যচিত্রের নাম লাঙ্গুর। যা দেখানো হচ্ছে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে। আর যাঁকে নিয়ে তথ্যচিত্র, সেই জ্যাকিকে দেখতে ভিড় উপচে পড়েছে পর্দায় ও পর্দার বাইরে। জ্যাকিদের দেখে মনে হয়, জীবন তো আসলে জীবিত থাকার অভিনয়।