Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বুড়ো হয়ে যাচ্ছিস তো! বাচ্চা কবে হবে?’ দেবের মায়ের প্রশ্নবাণ

একের পর এক ছবির কাজ, পাশাপাশি আসছে বছর নির্বাচন, সবদিক বজায় রেখেই চলতে হচ্ছে তাঁকে। এর মাঝে ব্যক্তিগত জীবনে সিদ্ধান্ত নিতে কি খানিক দেরি হয়ে যাচ্ছে না! চিন্তায় সুপারস্টারের মা। 

'বুড়ো হয়ে যাচ্ছিস তো! বাচ্চা কবে হবে?' দেবের মায়ের প্রশ্নবাণ
Follow Us:
| Updated on: Apr 05, 2025 | 4:48 PM

বর্তমানে একের পর এক ছবির কাজ নিয়ে ব্যস্ত অভিনেতা দেব। বাংলা ছবির জগতে আবার ফিরেছে দিন। একের পর এক ছবি দর্শকদের মন জয় করছে। যার মধ্যে সর্বাধিক চর্চিত দেবের মুক্তি পাওয়া শেষ ছবি ‘খাদান’।  টানা ১০০ দিন ধরে সিনেমাহলে রাজত্ব চালিয়েছে এই ছবি। সদ্য হয়ে গেল সেই ছবিরই সাকসেস পার্টি। বর্তমানে ‘রঘু ডাকাত’ ছবির কাজে মন দিয়েছে দেব। হাতে বিন্দুমাত্র সময় নেই তাঁর। একের পর এক ছবির কাজ, পাশাপাশি তালিকায় রয়েছে, আসছে বছরের নির্বাচন। সবদিক বজায় রেখেই চলতে হচ্ছে তাঁকে। এর মাঝে ব্যক্তিগত জীবনে সিদ্ধান্ত নিতে কি খানিক দেরি হয়ে যাচ্ছে না! চিন্তায় সুপারস্টারের মা।

সদ্য নয়নদীপ রক্ষিতকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুললেন নায়ক। রুক্মিণী মৈত্রের সঙ্গে তাঁর বন্ধুত্বের খবর কারও অজানা নয়। তাঁরা মাঝে মধ্যেই সময় পেলে বেড়াতে চলে যান। তবে কাজ নিয়েই ব্যস্ততা থাকে বেশি। ফলে বিয়ে নিয়ে এখনও কোনও খবর শোনাতে পারেননি জুটি। এই নিয়ে দর্শক মনে প্রশ্ন তো রয়েছেই, তবে অভিনেতার মাও থাকেন না চুপ। সম্প্রতি সেই কথাই ফাঁস করলেন দেব। বললেন, “প্রতিদিন বাড়িতে বলা হয়– বিয়ে করো, বিয়ে করো, কবে বাচ্চা হবে? কবে বড় হবে বাচ্চা। তুই বুড়ো হয়ে যাবি, তোর বাচ্চার যখন ১০ হবে, তোর তখন ৭০ হবে। প্রতিদিন আমায় শুনতে হয়।”

তবে বিয়েতে না নেই দেবের। তাঁর মতে, কেরিয়ারটা সামলে ঠিক সময় তিনি ঠিক সিদ্ধান্ত নেবেন। আর তখন সবাই জানতেও পারবে। অন্যদিকে রুক্মিণীও এখন ব্যস্ত রয়েছেন একাধিক কাজ নিয়ে। ফলে এখনই কোনও সুখবর শোনাচ্ছেন না দেব, তা একপ্রকার স্পষ্ট করে দিলেন।