Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ঋতুকালীন যন্ত্রণা আসলে মানসিক সমস্যা’, বিতর্কিত মন্তব্যে জেরবার গোবিন্দা কন্যা

একবার টিনা আহুজা একটি সাক্ষাৎকারে নারীদের ঋতুস্রাব নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন, যা নেটিজেনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। টিনার দাবি ছিল...

'ঋতুকালীন যন্ত্রণা আসলে মানসিক সমস্যা', বিতর্কিত মন্তব্যে জেরবার গোবিন্দা কন্যা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 05, 2025 | 2:52 PM

কখনও বলিউডের বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ, কখনও বা গোবিন্দার সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য — এরকম নানা কারণে গত কয়েকমাসে শিরোনামে উঠে আসতে দেখা গিয়েছে সুনীতা আহুজার নাম। একবার তাঁর মেয়ে টিনা আহুজার বলি কেরিয়ার নিয়ে একটি মন্তব্যকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হতে দেখা যায় নেটপাড়ায়। সুনীতা শুধু নিজের মেয়ের কেরিয়ার ভবিষ্যৎ নিয়ে কথা বলেননি, বরং গোবিন্দাকেও খোঁচা দিতে পিছপা হননি।

সুনীতা আহুজা স্পষ্টভাবে জানিয়েছেন, তাঁদের মেয়ে টিনা কখনও বলিউডকে বিদায় জানাচ্ছে না। তিনি আরও বলেছিলেন, “টিনা প্রথমবার সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড ছবিতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিল। কিন্তু তারপর থেকে ভাল কাজের প্রস্তাব আসছে না।” এর পিছনে সুনীতার মতে, একটি গুজবই এর প্রধান কারণ। বলিপাড়ায় অনেকের ধারণা, টিনা যখনই কোনও ছবিতে কাজ শুরু করেন, তখন সেটে গোবিন্দা হাজির হয়ে ছবির নানা ব্যাপারে মাথা ঘামাতে শুরু করেন। এই ধারণার কারণে টিনার কাছে নতুন কাজের প্রস্তাব আসছে না। সুনীতা বলেছিলেন, “এটা একটা ভুল ধারণা। টিনাকে একটাও ভাল কাজের সুযোগ দেওয়া উচিত।” তিনি আরও বলেছিলেন, “মেয়ে নিজে খুব ভাল কাজ করতে চায়, কিন্তু এই ধারণার কারণে তাকে সুযোগ দেওয়া হচ্ছে না।”

একবার টিনা আহুজা একটি সাক্ষাৎকারে নারীদের ঋতুস্রাব নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন, যা নেটিজেনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। টিনার দাবি ছিল, ঋতুস্রাবের সময় যে যন্ত্রণা হয়, তা শুধুমাত্র মুম্বই ও দিল্লির মেয়েরা অনুভব করেন। তিনি বলেছিলেন, “আমি চণ্ডীগড়ে বেশিরভাগ সময় কাটিয়েছি এবং এই ঋতুস্রাবকালীন যন্ত্রণার কথা আমি শুধু মুম্বই ও দিল্লির মেয়েদের কাছেই শুনেছি।” তাঁর মতে, ঋতুস্রাবকালীন যন্ত্রণা আসলে একটি মানসিক সমস্যা, যা একজনের থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে যায়। পঞ্জাব বা অন্য ছোট শহরের মহিলারা এই যন্ত্রণা অনুভব করেন না এবং তাঁরা জানেনও না কখন ঋতুস্রাব শুরু বা শেষ হয়।

টিনার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়লে নেটিজেনরা তাঁর বিরুদ্ধে কড়া সমালোচনা করতে শুরু করেন। অনেকেই টিনার মন্তব্যকে অত্যন্ত অমানবিক এবং অস্বাভাবিক বলেও মন্তব্য করেছিলেন।