AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুধু দেব নয়, রঘু ডাকাতের চরিত্রে অভিনয় করেছিলেন কিশোর কুমারও!

ট্রেন্ড বলছে, দেবের রঘু ডাকাত অবতার মন কেড়েছে দর্শকদের। বক্স অফিসও বেশ চাঙ্গা। তবে রঘু ডাকাত এ সময় চর্চায় থাকলেও, বহু আগে কিশোর কুমার পা ঢুকিয়ে ছিলেন রঘুর জুতোয়। সিনে পর্দায় এনেছিলেন রঘু ডাকাতের গল্প, তবে দেবের মতো অ্যাকশন প্যাকড নয়।

শুধু দেব নয়, রঘু ডাকাতের চরিত্রে অভিনয় করেছিলেন কিশোর কুমারও!
| Updated on: Oct 01, 2025 | 5:35 PM
Share

পুজোর ছবির লড়াইয়ে প্রথম থেকেই সবার নজরে ছিল দেব অভিনীত রঘু ডাকাত ছবির দিকে। ট্রেন্ড বলছে, দেবের রঘু ডাকাত অবতার মন কেড়েছে দর্শকদের। বক্স অফিসও বেশ চাঙ্গা। তবে রঘু ডাকাত এ সময় চর্চায় থাকলেও, বহু আগে কিশোর কুমার পা ঢুকিয়ে ছিলেন রঘুর জুতোয়। সিনে পর্দায় এনেছিলেন রঘু ডাকাতের গল্প, তবে দেবের মতো অ্যাকশন প্যাকড নয়। বরং কমেডির ধাঁচে।

সালটা ১৯৬৭। মুক্তি পেয়েছিল কিশোর কুমার ও অনুপ কুমার অভিনীত হাম দো ডাকু ছবিটি। তবে শুধুই অভিনয় নয়, এই ছবি পরিচালনা করেছিলেন কিশোর কুমার নিজেই। জানা যায়, এই ছবি তৈরি হয়েছিল রঘু ডাকাতের গল্পের আদলে। তবে গল্প বলার ধাঁচটি ছিল একেবারেই কমেডি। কেননা, কিশোর কুমার চেয়েছিলেন ডাকুর গল্প বললেও, তা সব ধরণের দর্শক যাতে দেখতে পারেন, তাই কমেডির মোড়ক।

কয়েক দশক আগে এক সাক্ষাৎকারে কিশোর কুমারের দাদা অশোক কুমারের মুখে উঠে আসে রঘু ডাকাত সম্পর্কে এক অজানা তথ্য। এই সাক্ষাৎকারে অশোক কুমার জানিয়ে বলেন, ”বাবার মুখে শুনেছি, প্রায় দেড়শো বছর আগে আমাদের পূর্বপুরুষ বাংলায় ডাকাতি করতেন। ওঁর নাম ছিল রঘু ডাকাত। বেশ প্রসিদ্ধ ছিলেন। বাংলার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ডাকাতি করতেন। আর লুঠ করা সমস্ত কিছু বিলিয়ে দিতেন দরিদ্রদের মধ্যে। এইজন্যই উনি ছিলেন দুস্থ মানুষদের কাছে ঈশ্বরসম। এমনকী স্বয়ং রবীন্দ্রনাথ রঘু ডাকাতকে নিয়ে লিখেছিলেন।”

সিনে সমালোচকরা মনে করেন, রঘু ডাকাতকেই শ্রদ্ধা জানাতে কিশোর কুমার তৈরি করেছিলেন হাম দো ডাকু ছবিটি। এই ছবির জন্য বিশেষ ট্রেনিংও নিয়েছিলেন কিশোর কুমার। আলাদা করে শিখেছিলেন ঘোড়া চালানো। জানা যায়, বক্স অফিসে খুব একটা সাফল্যের মুখ দেখেনি এই ছবি। অনেকে তো কিশোর কুমারের এই ছবিকে দুর্বল অভিনয়, দুর্বল চিত্রনাট্য বলে কটাক্ষ করেছিলেন। তবে ছবি ফ্লপ হলেও, সিনেমার কমেডি ঘরানার গান বেশ জনপ্রিয় হয়েছিল।