সমুদ্রের ধারে নায়ককে প্রোপোজ কৌশানীর! নায়িকার জীবনে নতুন প্রেম?
কৌশানীর নায়ক প্রেমিকও কিন্তু এই প্রেমে হ্যাঁ, বলেছেন। আর স্পষ্ট জানিয়েছেন, সারাজীবন তিনিই হবেন কৌশানীর প্রেমিক। বসন্তের হাওয়ায় প্রেম প্রেম ভাব। সেই হাওয়াতেই শুক্রবার ভ্যালেন্টাইনস ডের সকাল থেকে প্রেমে মজেছেন টলিপাড়ার তারকা জুটি।

কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে। আর প্রেম শাস্ত্রে রয়েছে, পুরনো প্রেমের নেশাই আলাদা। আর তাই তো প্রেম দিবস আসলেই, প্রেম যত পুরনোই হোক না কেন, নতুন লাগে রোজ রোজ। বসন্তের সেই পুরনো প্রেমকে নতুন মোড়কে এনে ফের তো বলাই যায়, তুমি আমার ভ্যালেন্টাইন হবে?
হ্যাঁ, টলিউড সুন্দরী কৌশানী ঠিক এমনটাই করলেন। সমুদ্রের ধারে তাঁর ভালোবাসার মানুষকেই ফের বললেন উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন?
বসন্তের হাওয়ায় প্রেম প্রেম ভাব। সেই হাওয়াতেই শুক্রবার ভ্যালেন্টাইনস ডের সকাল থেকে প্রেমে মজেছেন টলিপাড়ার হট জুটি বনি ও কৌশানী। আর প্রেম দিবসকে মাথায় রেখেই ইনস্টাগ্রামে কৌশানী দিলেন একগুচ্ছ ছবি। সমুদ্রের ধারে নানা আদুর পোজে ক্যামেরায় ধরা দিলেন বনি ও কৌশানী। এই ছবির ক্যাপশানে কৌশানী লিখলেন, সারা জীবনের জন্য স্মৃতি তৈরি হচ্ছে। জীবনের ওঠা-পড়াকে সঙ্গে রেখেই। এখনও আমি তোমাকে বলতে চাই, উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন?
View this post on Instagram
সোশাল মিডিয়াতেই এই প্রশ্নের উত্তর দিলেন বনি সেনগুপ্ত। বনি লিখলেন, সব সময় এবং সারাজীবনের জন্য আমি তোমার ভ্যালেন্টাইন।
বনি ও কৌশানীর প্রেমের শুরু বন্ধুত্বথেকেই। টলিউডে প্রায় একসঙ্গেই পথ চলা তাঁদের। সিনেপর্দাতেও প্রেম করেছেন এই জুটি। পর্দাতেও সুপারহিট, বাস্তবেও সুপারহিট। অনুরাগীরা এই জুটির বিয়ে দেখার জন্য অধীর আগ্রহে বসে। তবে বিয়ে নিয়ে প্রশ্ন করলেই বনি ও কৌশানীর স্পষ্ট উত্তর, সময় আছে, যেদিন বিয়ে হবে সবাই জানতে পারবে। ঘটা করেই হবে। তবে আপাতত যে তাঁরা শুধুই প্রেমে থাকতে চান, তা স্পষ্ট কৌশানীর এই ভালাবাসা মাখানো পোস্টে।
