‘বচ্চন পান্ডে’-র শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। সাদা-কালো ছবি পোস্ট করে ছবির ফার্স্ট লুক প্রকাশ করলেন কৃতি শ্যানন। একটা ছবি নয় দু-দুটো ছবি। একটা মোনোক্রোম। একটা রঙিন। হালকা কোঁকড়ানো চুল। কানে ছোট্ট দুল। ছবিতে ভাব এমন কৃতি ছবির শুটিংয়ের জন্য প্রস্তত হচ্ছেন অভিনেত্রী।
আরও পড়ুন পুত্রসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়
ক্যাপশানে লেখেন, ‘অ্যাকশনের কয়েক সেকেন্ড আগে ফাইনাল টাচ-আপ। কিছুটা আমি আর কিছুটা মাইরা’। এ লেখাতেই স্পষ্ট করে দিলেন ‘বচ্চন পান্ডে’ ছবিতে অভিনীত চরিত্রের নাম।
জানুয়ারি মাসে জয়সলমিরে ‘বচ্চন পান্ডে’র শুটিং শুরু হয়। ছবিতে অভিনয় করছেন অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নানন্ডেজ এবং আরশাদ ওয়ারসি। ছবির শুটিংয়ের শুরুর দিনে সেট থেকে ছবিও পোস্ট করেন অভিনেত্রী।
ক্যাপশানে লেখেন, ‘২০২১-এর প্রথম ফিল্মের প্রথম দিন!!! এমন এক প্রোডাকশনের সঙ্গে যে আমাকে আমার প্রথম ছবি দিয়েছিল!’
সবকিছু ঠিকঠাক থাকলে ‘বচ্চন পান্ডে’ ২০২২-এ প্রজাতন্ত্র দিনে রিলিজ হবে। ছবি রিলিজের ঘোষণা করেন খোদ অক্ষয়। অক্ষয় এবং কৃতি এর আগে ‘হাউসফুল ৪’-এ একসঙ্গে কাজ করেছেন। কিছুদিন আগেই অক্ষয় স্কটল্যান্ডে ‘বেল বটম’ ছবির শুটিং শেষ করেছেন। এবং তারপর তিনি মানুষি চিল্লারের সঙ্গে ‘পৃথ্বিরাজ’ ছবির শুটিং শুরু করলেন। আনন্দ এল রাইয়ের ছবি ‘অতরঙ্গি রে’-তেও অভিনয় করছেন অক্ষয়।
ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন সারা আলি খান এবং ধনুষ। অন্যদিকে কৃতির ঝুলিতে রয়েছে ‘মিমি’ ও ‘ভেড়িয়া’। শোনা যাচ্ছে, ‘আদিপুরুষ’-এও অভিনয় করতে চলেছেন কৃতি। তিনি ছাড়াও ছহিতে রয়েছেন প্রভাস এবং সইফ আলি খান।