Tv9 বাংলা ডিজিটাল: ‘বাহুবলী’ খ্যাত Prabhas এবং Saif Ali Khan-এর সঙ্গে এবার একই পর্দায় থাকছেন Kriti Sanon ছবির নাম ‘আদি পুরুষ’। রিলিজ ডেট, ২০২২ সালে ১১ আগস্ট। কৃতি অভিনয় দলে নব্য সংযোজন। সূত্রের খবর, হিন্দি এবং তামিল ছবি থেকে বহু প্রথম সারির অভিনেত্রীদের ‘সীতা’ চরিত্রের জন্য ভাবা হয়েছিল। অবশেষে কৃতির নাম উঠে আসে।
জানুয়ারি মাস থেকে শুরু হবে ছবির শুটিং। ছবি প্রসঙ্গে জানা যায়, যে ‘আদি পুরুষ’ ছবিটি পুরোটাই স্টুডিওতে ক্রোমা স্ক্রিনের ব্যবহারে শুট হবে। VFX প্রযুক্তি ব্যবহার করে হবে শুটিং। প্রযোজক ভূষণ কুমার এবং পরিচালক ওম রাউত ‘স্টার ওয়ার্স’, ‘অবতার’ ছবির ভিএফএক্স টেকনিশিয়ানদের সঙ্গে কথাবার্তাও বলছেন।
আরও পড়ুন: অভিষেকের ‘দ্য বিগ বুল’ মুক্তি পাবে ওটিটি এবং প্রেক্ষাগৃহে
কারণ এই থ্রি-ডি ছবিকে তাঁরাই পারে এক অন্য মাত্রায় পৌঁছে দিতে পারে। সইফ আলি খান ছবির সঙ্গে জুড়ে যাওয়ার পর থেকে সীতার চরিত্রে অভিনয়ের জন্য অনুষ্কা শর্মা, কিয়ারা আদবানী, অনুষ্কা শেট্টি, কীর্তি সুরেশের নাম বারবার উঠে এসেছে। তবে শেষমেশ সীতার মুকুট উঠে এল কৃতি শ্যাননের মাথায়।
‘আদি পুরুষ’—রাম-রাবণের যুদ্ধের গল্প। অশুভের উপর শুভ শক্তির বিজয়ের গাথা। ওম রাউত-এর প্রথম পরিচালিত হিন্দি ছবি ছিল তানহাজি: দ্য আনসাং হিরো। পরিচালক বলেন, “আমার বাবা মহাদেব, শ্রীরাম এবং মাতারাণীর ভক্ত ছিলেন। আশা করছি এ ছবির মধ্য দিয়ে তাঁর স্বপ্নকে পূরণ করতে পারব।”
আরও পড়ুন:সন্তান, পরিবার এবং শুটিংয়ের মধ্যে সময়কে ব্যালান্স করে কাজ করব: অনুষ্কা
অন্যদিকে কৃতির ঝুলিতে একের পর এক ছবি। তিনি এখন চণ্ডিগড়ে রাজকুমার রাও অভিনীত ‘হাম দো হামারে দো’-র শুটিংয়ে ব্যস্ত।এ ছবি শেষ করে তিনি অক্ষয়ের সঙ্গে ‘বচ্চন পান্ডে’-র কাজ শুরু করবেন। এও শোনা যাচ্ছে কৃতি একটি হরর কমেডি ছবিতেও অভিনয় করতে চলেছেন। ছবির নাম ‘ভেড়িয়া’। ছবিতে তাঁর সঙ্গে থাকছেন বরুণ ধাওয়ান।