Aparajito Controversy-Kunal Ghosh: অনীক দত্তের ছবি ‘অপরাজিত’ নিয়ে কী প্রশ্ন তুললেন কুণাল ঘোষ?

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Jun 04, 2022 | 8:15 PM

Aparajito Controversy-Kunal:সেই বিতর্কের মধ্যেই উঠে এল অন্য একটি প্রসঙ্গ। হঠাৎই আজ তৃণমূল মুখপাত্র তথা সাংবাদিক কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়াতে একটি প্রশ্ন করেছেন অনীক দত্তের ছবি নিয়ে।

Aparajito Controversy-Kunal Ghosh: অনীক দত্তের ছবি ‘অপরাজিত’ নিয়ে কী প্রশ্ন তুললেন কুণাল ঘোষ?
অনীক দত্তের 'অপরাজিত' ছবি নিয়ে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ

Follow Us

অনীক দত্ত (Anik Dutta) পরিচালিত ছবি ‘অপরাজিত’। সত্যজিৎ রায়ের প্রথম ছবি ‘পথের পাঁচালী’ কীভাবে তৈরি হয়েছিল, সেই বিষয় নিয়ে তৈরি হয়েছে অনীক দত্তের ছবি। এই ছবি নিয়ে চলছে নানা বিতর্ক। ছবি মুক্তি পাওয়ার পর তা জায়গা পায়নি নন্দন প্রেক্ষাগৃহে। অথচ নন্দন মানেই বাংলা ছবি। কেন দেখানো হয়নি এই নিয়ে পরিচালক যেমন প্রশ্ন তুলেছিলেন, তেমনি সাধারাণ মানুষ থেকে সেলিব্রিটি অনেকেই পরিচালকের সঙ্গে সহমত রেখে এই নিয়ে নন্দন কর্তৃপক্ষকে কটাক্ষও করেছেন। ‘অপরাজিত’ ব্যবসায়িকভাবে হয়েছে সফল। তা সত্ত্বেও স্থান নেই নন্দনে। সেই বিতর্কের মধ্যেই উঠে এল অন্য একটি প্রসঙ্গ। হঠাৎই আজ তৃণমূল মুখপাত্র তথা সাংবাদিক কুণাল ঘোষ (Kunal Ghosh) সোশ্যাল মিডিয়াতে একটি প্রশ্ন করেছেন অনীক দত্তের ছবি নিয়ে।

কী প্রশ্ন করেছেন তিনি? নিজের টুইটারে তিনি প্রশ্ন করেছেন, “’অপরাজিত’ ছবিটি কি মৌলিক ভাবনা? ২০১২-তে নথিভুক্ত পথের পাঁচালি তৈরির ছবিটির শুটিং চলছে। নানা কারণে দেরি। এক থিমে ছবি। জেনে নাকি না জেনে? প্রচারের চাপে আসল টিম কোণঠাসা? তাঁদের ছবির কাজ চলছে। সেই ছবিটিও মুক্তি পাবে। টলিউড, থিম কি হাইজ্যাকড হল? তদন্ত হোক”। তাঁর এই টুইট দেখে নেটিজ়েনরাও কমেন্ট বক্সে নানা রকম মন্তব্য করেছেন। একজন নেটিজ়েন তো আবার সিবিআই তদন্ত-ও চেয়ে বসেছেন!

 

ঘটনা কী? ২০১২ সালে পরিচালক প্রসেনজিৎ ঘোষ ইম্পাতে ‘বিষয় পথের পাঁচালী’ শিরনামে একটি ছবি নথিভুক্ত করেন। ছবিটি কোনও কারণে মুক্তি পায়নি। সেই তথ্য তুলে কুণাল ঘোষ এই প্রশ্ন রেখেছেন। এই নিয়ে TV9 বাংলার তরফ থেকে ইম্পার প্রেসিডেন্ট প্রিয়া সেনগুপ্তের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, এই বিষয়টা সম্পর্কে তাঁর এই মুহূর্তে কিছু মনে পড়ছে না। তাঁকে দেখতে হবে পুরো বিষয়টা। তিনি এই মুহূর্তে শহরের বাইরে। ফিরে এসে দেখেই বলতে পারবেন। তবে প্রিয়া এটাও যোগ করলেন, “দুটো ছবির বিষয় এক হলে ইম্পা কখনই অনুমতি দেবে না। আর কে আগে নথিভুক্ত করেছিলেন, সেটা এক্ষুণি বলতে পারব না। কারণ ২০১২ অনেকটা আগের বিষয়”।

প্রিয়াকে কুণাল ঘোষ যে ছবির কথা বলেছেন, তার পরিচালকের নাম জানানো হলে অভিনেত্রী-পরিচালক জানালেন, তিনি ওই ছবিতে কাজ করেছেন বিজয়া রায়-এর ভুমিকায়। কিন্তু নানা কারণে সেই সময় ছবিটি মুক্তি পায়নি। ওই ছবিটিও সত্যজিৎ রায়ের জীবনীনির্ভর ছবি। সেখানেও পথের পাঁচালী তৈরি ঘটনা রয়েছে। পরিচালক অনীক দত্তের সঙ্গে এই বিষয় নিয়ে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল। তবে তিনি ফোন তোলেননি। কুণাল ঘোষের প্রশ্নের উত্তর তাই এখনও অধরাই।

 

Next Article