আমির খান এবং করিনা কাপুর খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয়েছে তুলনা। আগেই খবর ছিল টম হ্যাঙ্কস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ ছবির ভারতীয় অনুকরণ আমিরের এই ছবি। রবিবার আইপিএল ফাইনাল ম্যাচ চলাকালীন মাঝে মুক্তি পায় ‘লাল সিং চাড্ডা’র ট্রেলার। সেই থেকেই সোশ্যাল মিডিয়াতে ছবির ট্রেলার নিয়ে শুরু হয়েছে নেটিজ়েনদের তর্কাতর্কি। কেউ বলছেন একেবারে আদর্শ রিমেক হতে চলেছে আমিরের লাল সিং। আবার কারও কারও মত, একটি ক্ল্যাসিক ছবি শেষ করে দেওয়া হচ্ছে এর রিমেক বানিয়ে। এই তর্কাতর্কির মাঝে নেটিজ়েনদের নজরে এসেছে আরও একটি বিষয় ছবি নিয়ে। ফরেস্ট গাম্পের ভারতীয় সংস্করণের একটি সংলাপ এবার সকলের চোখে এসেছে।
ইংরেজি ছবিতে ফরেস্ট তার মাকে একটি চকোলেটের বাক্সের সাথে জীবনের তুলনা করে বলেছে: “আপনি কখনই জানেন না আপনি কী পেতে চলেছেন”। এটি সাধারণভাবে জীবনের অস্পষ্টতা এবং এলোমেলোতাকে হাইলাইট করে। ‘লাল সিং চাড্ডা’ সংস্করণে সেই সংলাপ রয়েছে যার বাংলা করলে দাঁড়ায়, “মা বলেছিল জীবন অনেকটা ফুচকার মতো হয়, পেট ভরে গেলেও মন ভরে না। (মা কেহথি থি জিন্দগি গোলগাপ্পে কি তারাহ হোতি হ্যায়, পেট ভালে ভরজাওয়ে, মন না ভর্তা)”।
Chocolate become Golgappa in forrest gump remake what a creativity by aamir khan ?#LaalSinghChaddhaTrailer pic.twitter.com/dzvV1X5xLw
— axay patel??Prithviraj3June? (@akki_dhoni) May 29, 2022
দুটি সংলাপের স্বাদ এক হলেও সারমর্মের দিক থেকে আলাদা (ছবিতে দেখা যাচ্ছে আমির ট্রেনে ফুচকা খাচ্ছেন!) সিনেমাপ্রেমী দর্শকরা লক্ষ্য করেছেন যে এই ‘ফরেস্ট গাম্প’ রিমেকের নায়কের এই দৃশ্যে অভিনয় করার সময় আমিরের মুখের অভিব্যক্তি যা দেখতে পাওয়া যাচ্ছে, তা তাঁর আগের ‘পিকে’ এবং ‘ধুম ৩’ এর মতো সিনেমাগুলিতেও দেখা গিয়েছিল। আমির খান একই অভিব্যক্তি ব্যবহার করে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন বলে মনে হচ্ছে। এই নিয়েই দর্শকরা অবাক হচ্ছেন। তাঁদের মনে প্রশ্ন, আমির কেন এমন একঘেঁয়ে অভিব্যক্তি দিয়ে অভিনয় করছেন? এমনকি লাল সিংয়ে আমিরের লুকেও তাঁর আগের ছবির সঙ্গে মিল খুঁজে পাওয়া যাচ্ছে।