lata Mangeshkar Passed Away Live: পঞ্চতত্ত্বে মিশল পার্থিব দেহ, সুরলোকের জগতে সঙ্গীত কিংবদন্তী

| Edited By: | Updated on: Feb 06, 2022 | 8:33 PM

lata Mangeshkar Passed Away Live: চলতি বছরের জানুয়ারির গোড়ার দিকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃদু উপসর্গ নিয়ে আইসিইউতে ভরতি হয়েছিলেন লতা মঙ্গেশকর।

lata Mangeshkar Passed Away Live: পঞ্চতত্ত্বে মিশল পার্থিব দেহ, সুরলোকের জগতে সঙ্গীত কিংবদন্তী
প্রয়াত সঙ্গীত কিংবদন্তীকে শেষ শ্রদ্ধা

সুরজগতে নক্ষত্রপতন। প্রয়াত লতা মঙ্গেশকর। রবিবার সকাল ৮টা ১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুর সম্রাজ্ঞী। মৃত্যুকালে কিংবদন্তী এই সঙ্গীতশিল্পীর বয়স হয়েছিল ৯২ বছর। কোভিড পজিটিভ ধরা পড়ার পরই তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। চলতি বছরের জানুয়ারির গোড়ার দিকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃদু উপসর্গ নিয়ে আইসিইউতে ভরতি হয়েছিলেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন বলে ডাক্তাররা জানিয়েছিলেন। কিন্তু বেশ কয়েকদিন আগে থেকে শারীরিক অবনতি হয় তাঁর। এই সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-

রবিবার সকাল ৮.১২ মিনিটে ৯২ বছর বয়সে প্রয়াত হন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা দেশেই।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 06 Feb 2022 08:00 PM (IST)

    ‘আগামী প্রজন্মও তাঁর কাছ থেকে শিখবে’, লতার প্রয়াণে শোকস্তব্ধ গীতিকার সমীর অঞ্জন

    “সঙ্গীত দুনিয়ার জন্য লতা মঙ্গেশকরের মৃত্যুর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। তার কাজ এবং তার কণ্ঠ সবসময় আমাদের সঙ্গে থাকবে। আমাদের প্রজন্ম তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছে এবং আগামী প্রজন্মও তাঁর কাছ থেকে শিখবে।” শোকপ্রকাশ গীতিকার সমীর অঞ্জনের।

  • 06 Feb 2022 07:37 PM (IST)

    পঞ্চতত্ত্বে মিশল পার্থিব দেহ, সুরলোকে বিলীন হলেন সঙ্গীত কিংবদন্তী

    শেষ হল লতা মঙ্গেশকরের অন্ত্যেষ্টিক্রিয়া। পার্থিব জগত ছেড়ে সুরলোকে বিলীন হলেন সঙ্গীত কিংবদন্তী। পঞ্চতত্ত্বে মিশে গেলেন সুরের সম্রাজ্ঞী।

    Lata Mangeshkar

    পঞ্চতত্ত্বে মিশে গেলেন লতা মঙ্গেশকর

  • 06 Feb 2022 07:31 PM (IST)

    সুর সম্রাজ্ঞীর প্রয়াণে শোক প্রকাশ নেপালের প্রধানমন্ত্রীর

    ভারতের সঙ্গীত জগতের এক যুগের অবসান হয়েছে। সুর সম্রাজ্ঞীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা।

  • 06 Feb 2022 07:28 PM (IST)

    সঙ্গীত কিংবদন্তীর শেষ কৃত্যের প্রক্রিয়া প্রায় শেষ পর্বে

    সঙ্গীত শিল্পীর শেষকৃত্য়ের প্রক্রিয়া প্রায় অন্তিম পর্বে। মুম্বইয়ের পুরকর্মীরা, সঙ্গীত কিংবদন্তীর পরিবারের সদস্যরা এবং পুরোহিতরা তাঁর পার্থিব দেহ দাহ করার জন্য কাঠের চিতা প্রস্তুত করছেন।

  • 06 Feb 2022 07:11 PM (IST)

    শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত সঙ্গীত কিংবদন্তীর শেষকৃত্য

    শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত সঙ্গীত কিংবদন্তীর শেষকৃত্য। দেখুন ভিডিয়ো –

  • 06 Feb 2022 07:09 PM (IST)

    সুর সম্রাজ্ঞীর শেষকৃত্য, রয়েছেন একাধিক পুরোহিত

    সুর সম্রাজ্ঞীর শেষকৃত্যের কাজ করছেন একাধিক পুরোহিত। ভক্ত ও অনুগামীরা লতা মঙ্গেশকরের পার্থিব দেহকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় লতা মঙ্গেশকরকে। উল্লেখ্য, হাসপাতাল থেকে বাড়ি, তারপর সেখান থেকে শিবাজি পার্কে পর্যন্ত প্রায় ২০ জন ডিএসপি পদমর্যাদার আধিকারিক সহ ২ হাজার ৭০০ জন পুলিশকর্মী ছিলেন লতাজির শেষকৃত্যের দায়িত্বে।

  • 06 Feb 2022 06:27 PM (IST)

    শিবাজি পার্কে সুর সম্রাজ্ঞীকে শেষ শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

    শিবাজি পার্কে লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গীত কিংবদন্তীর প্রয়াণের খবর পেয়েই দিল্লি থেকে মুম্বইয়ে ছুটে এসেছেন প্রধানমন্ত্রী। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

  • 06 Feb 2022 06:21 PM (IST)

    শেষ যাত্রায় সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

    শেষ যাত্রায় সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে মুম্বইয়ের রাস্তায় অগণিত ভক্তের ঢল। রয়েছেন বিশিষ্ট অভিনেতা, অভিনেত্রী ও রাজনীতিকরাও। দেশের সঙ্গীত জগতের এক যুগের অবসান হল আজ –

    Late Mangeshkar Funerel

    শেষ যাত্রায় লতা মঙ্গেশকর

    Lata Mangeshkar

    শেষ যাত্রায় লতা মঙ্গেশকর

    Lata Mangeshkar

    শেষ যাত্রায় লতা মঙ্গেশকর

  • 06 Feb 2022 06:16 PM (IST)

    প্রয়াত সঙ্গীতশিল্পীকে শেষ শ্রদ্ধা অমিতাভ বচ্চন, জাভেদ আখতারদের

    প্রয়াত লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন অমিতাভ বচ্চন, জাভেদ আখতাররা।

    Lata Mangeshkar

    লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে অমিতাভ বচ্চন

    Lata Mangeshkar Passes Away

    প্রয়াত সঙ্গীতশিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন জাভেদ আখতার

    Late Mangeshkar Passes Away

    পুরানো স্মৃতিগুলিকে যত্ন করে আগলে রাখছেন আশা

  • 06 Feb 2022 06:05 PM (IST)

    সুর সম্রাজ্ঞীকে শেষ শ্রদ্ধা…

    Lata Mangeshkar Passes Away

    প্রয়াত লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা

    সুরলোকের দেশে পাড়ি দিয়েছেন লতা মঙ্গেশকর। সুর সম্রাজ্ঞীকে শেষ শ্রদ্ধা…

  • 06 Feb 2022 05:58 PM (IST)

    শিবাজী পার্কে কিং খান

    শিবাজী পার্কে লতার শেষকৃৃত্যে অংশে নিতে উপস্থিত হয়েছেন বলিউড বাদশা। মরদেহ নিয়ে পৌঁছালেন বোন আশা ভোঁসলে।

  • 06 Feb 2022 05:57 PM (IST)

    মন্ত্রাগ্নিতেই বিলীন ‘নাইটিঙ্গেলের’

    প্রিয় শিল্পীকে শেষশ্রদ্ধা জানাতে শিবাজী পার্কে ভিড় বাড়ছে ভক্তকূলের। রিপোর্ট অনুযায়ী, ভারতের নাইটেঙ্গলের শেষকৃত্য সম্পন্ন করতে ৮ জন পুরোহিতের দল গঠন করা হয়েছে। হিন্দুমতে, এই বিশেষ দলটি মন্ত্রাগ্নি নামক নিয়ম অনুষ্ঠান সম্পন্ন করবেন। প্রধান পুরোহিত সতীশ ঘোড়গের মতে, মন্ত্র-জপের মাধ্যমে এই আচারটির অর্থ হল, মৃতের জন্য প্রার্থনা করা। আধ ঘণ্টার এই নিয়মটি পূর্ণ হিন্দুমতে অনুষ্ঠিত হবে।

  • 06 Feb 2022 05:42 PM (IST)

    সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য লতার

    সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ শেষকৃত্য সম্পন্ন হবে কিংবদন্তী শিল্পীর। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছে মহারাষ্ট্র সরকার।

  • 06 Feb 2022 05:13 PM (IST)

    মুম্বইয়ে প্রধানমন্ত্রী

    মুম্বই পৌঁছালেন প্রধানমন্ত্রী। সুরসম্রাজ্ঞীর শেষযাত্রায় শ্রদ্ধা জানাতে সোজা যাবেন শিবাজী পার্কে।

  • 06 Feb 2022 05:13 PM (IST)

    সুরলোকে সুরসম্রাজ্ঞী

    কিংবদন্তীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন সঞ্জয় লীলা বনশালী, নীল নীতিন মুকেশ, উর্মিলা মাতুন্ডকর।

  • 06 Feb 2022 05:12 PM (IST)

    মহারাষ্ট্রে পূর্ণদিবস ছুটি

    ভারতরত্নের প্রয়াণে মহারাষ্ট্রে পূর্ণদিবস ছুটি ঘোষণা রাজ্য সরকারের।

  • 06 Feb 2022 05:09 PM (IST)

    রাষ্ট্রীয় মর্যাদায় শেষশ্রদ্ধা

    পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষশ্রদ্ধা জ্ঞাপন। অন্তিম শয্যায় লতা মঙ্গেশকর।

  • 06 Feb 2022 04:26 PM (IST)

    অন্তিম যাত্রায় লতা

    অন্তিম যাত্রায় লতা মঙ্গেশকর। প্রভুকুঞ্জ থেকে তাঁকে নিয়ে আসা হচ্ছে শিবাজি পার্কে। সেখানেই পঞ্চভূতে বিলীন হবেন সুরসম্রাজ্ঞী। হাজির থাকবেন সিনেমা ও রাজনৈতিক জগতের হেভিওয়েটরা।

  • 06 Feb 2022 02:39 PM (IST)

    লতার বাড়িতে জমছে ভিড়

    প্রিয় গায়িকাকে শেষ দেখা দেখতে তাঁর বাসভবনের সামনে জমছে ভিড়। কন্যাসহ হাজির হলেন অমিতাভ বচ্চন। দেখা গেল জাভেদ আখতার, শ্রদ্ধা কাপুর ও অনুপম খেরকেও।

  • 06 Feb 2022 01:51 PM (IST)

    ‘আই’কে শেষবার দেখতে পৌঁছলেন সচিন

    লতাকে ‘আই’ ডেকেছেন আজীবন। আই শব্দের বাংলা তর্জমা মা। তাঁকে শেষ বার ছুঁয়ে দেখতে হাসপাতালে পৌঁছলেন সচিন তেন্ডুলকর। মাস্কে ঢাকা মুখেও বিষাদের ছায়া। কার্যত তিনি আজ ‘মাতৃহারা’।

  • 06 Feb 2022 12:24 PM (IST)

    মুম্বই যাচ্ছেন প্রধানমন্ত্রী

    লতাকে শেষশ্রদ্ধা জানাতে বেলা ৪.৩০ টে নাগাদে মুম্বইয়ে পৌঁছবেন প্রধানমন্ত্রী।

  • 06 Feb 2022 12:23 PM (IST)

    বাসভবনে লতা মঙ্গেশকরকে শেষশ্রদ্ধা

    এএনআই রিপোর্ট অনুযায়ী, বেলা ১২,৩০টা নাগাদ মুম্বইয়ের বাসভবনে লতা মঙ্গেশকরের দেহ আনা হবে। সেখানেই ভক্তরা তাঁকে শেষশ্রদ্ধা জ্ঞাপন করবেন।

  • 06 Feb 2022 12:22 PM (IST)

    শেষশ্রদ্ধা ভারতরত্নকে

    আপতত তাঁর পার্থিব দেহ শিবাজি পার্কে নিয়ে যাওয়ার আয়োজন করছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানেই শেষশ্রদ্ধা জানানো হবে লতা মঙ্গেশকরকে।

  • 06 Feb 2022 12:22 PM (IST)

    দুদিনের রাষ্ট্রীয় শোকপালন করার ঘোষণা

    ভারতের কোকিলকন্ঠীর স্মৃতিতে দুদিনের জাতীয় শোকপালন করার ঘোষণা করেছে সরকার। সরকারির সূত্রে জানা গিয়েছে, ভারতরত্নকে সম্মান জানাতে দু দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

  • 06 Feb 2022 12:20 PM (IST)

    শোকজ্ঞাপন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী

    শেষশ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • 06 Feb 2022 12:20 PM (IST)

    শোকবার্তা রাহুলের

    শোকজ্ঞাপন করেছেন রাহুল গান্ধীও

  • 06 Feb 2022 12:17 PM (IST)

    প্রয়াত ‘ভারতের কোকিলকন্ঠী’

    রবিবার সকাল ৮.১২ মিনিটে ৯২ বছর বয়সে প্রয়াত হন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা দেশেই।

  • 06 Feb 2022 12:15 PM (IST)

    শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর

    দেশের বিংবদন্তী সঙ্গীতশিল্পীর প্রয়ানে ট্যুইটারে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Published On - Feb 06,2022 10:37 AM

Follow Us: