Katrina Kaif-Birthday: আজ জন্মদিন ক্যাটরিনা কাইফের, রইল তাঁর জীবনের বেশ কিছু অজানা তথ্য  

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Jul 16, 2022 | 8:31 PM

Katrina Kaif-Birthday: জন্মদিনে ক্যাটরিনা কাইফের থেকে সুখবর শুনতে আগ্রহী ভক্তরা, তা কবে দেবেন তিনিই ঠিক করবেন। তবে তাঁর জীবন এমনিতেও কম রঙিন নয়।  

1 / 7
ক্যাটরিনা কাইফের জন্ম হংকংয়ে। পিতৃদত্ত নাম ক্যাটরিনা টারকোটে। যখন তিনি খুব ছোট ছিলেন তখন তাঁর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়েছিল। সিনেমায় পিতৃদত্ত নামের উচ্চারণে সমস্যা হতে পারে বুঝে তিনি বাবার পদবী নেন। তাঁর বাবা ভারতীয়, মা বিট্রিশ।

ক্যাটরিনা কাইফের জন্ম হংকংয়ে। পিতৃদত্ত নাম ক্যাটরিনা টারকোটে। যখন তিনি খুব ছোট ছিলেন তখন তাঁর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়েছিল। সিনেমায় পিতৃদত্ত নামের উচ্চারণে সমস্যা হতে পারে বুঝে তিনি বাবার পদবী নেন। তাঁর বাবা ভারতীয়, মা বিট্রিশ।

2 / 7
ভারতীয় সিনেমায় আসার পর তিনি কিছু দিনের জন্য ফটোগ্রাফার অতুল কাসবেকারের জন্য কাজ করেছিলেন এবং ফেভিকল এবং ল্যাকমে-এর মতো বিজ্ঞাপনগুলিতে অভিনয় করেছিলেন। তিনি এখনও বিজ্ঞাপন জগতের পছন্দের তালিকায় রয়েছেন। বহু বিজ্ঞাপনের মুখ ক্যাটরিনা।

ভারতীয় সিনেমায় আসার পর তিনি কিছু দিনের জন্য ফটোগ্রাফার অতুল কাসবেকারের জন্য কাজ করেছিলেন এবং ফেভিকল এবং ল্যাকমে-এর মতো বিজ্ঞাপনগুলিতে অভিনয় করেছিলেন। তিনি এখনও বিজ্ঞাপন জগতের পছন্দের তালিকায় রয়েছেন। বহু বিজ্ঞাপনের মুখ ক্যাটরিনা।

3 / 7
হিন্দি ছাড়াও কয়েকটি দক্ষিণী ছবিতে কাজ করেন ক্যাটরিনা। তাঁর দ্বিতীয় ছবিই দক্ষিণের। তিনি তেলেগু সিনেমা ‘মল্লীশ্বরী’ এবং ‘আল্লারি পিদুগু’ আর ‘বলরাম ভার্সেস তারাদাস’ নামে একটি মালায়ালাম ছবিতেও অভিনয় করেছেন। তবে যবে থেকে হিন্দি ছবিতে নিজের জায়গা পাকা করেছেন ভিকি ঘরণী, তিনি আর দক্ষিণের ছবিতে কাজ করেননি।

হিন্দি ছাড়াও কয়েকটি দক্ষিণী ছবিতে কাজ করেন ক্যাটরিনা। তাঁর দ্বিতীয় ছবিই দক্ষিণের। তিনি তেলেগু সিনেমা ‘মল্লীশ্বরী’ এবং ‘আল্লারি পিদুগু’ আর ‘বলরাম ভার্সেস তারাদাস’ নামে একটি মালায়ালাম ছবিতেও অভিনয় করেছেন। তবে যবে থেকে হিন্দি ছবিতে নিজের জায়গা পাকা করেছেন ভিকি ঘরণী, তিনি আর দক্ষিণের ছবিতে কাজ করেননি।

4 / 7
ক্যাটরিনা কাইফের যখন ১৮ বছর বয়স তখন কাইজাদ গুস্তাদের ২০০৩ সালের ছবির ‘বুম’-এ অভিনয় করেন। এই ছবির অভিজ্ঞতা তাঁর জন্য খুব একটা সুখকর ছিল না। যদিও ছবিতে অমিতাভ বচ্চনের মতো তারকা ছিলেন, কিন্তু ছবিটিকে বি-গ্রেড তকমাই দেওয়া হয়।

ক্যাটরিনা কাইফের যখন ১৮ বছর বয়স তখন কাইজাদ গুস্তাদের ২০০৩ সালের ছবির ‘বুম’-এ অভিনয় করেন। এই ছবির অভিজ্ঞতা তাঁর জন্য খুব একটা সুখকর ছিল না। যদিও ছবিতে অমিতাভ বচ্চনের মতো তারকা ছিলেন, কিন্তু ছবিটিকে বি-গ্রেড তকমাই দেওয়া হয়।

5 / 7
ক্যাটরিনা কাইফ হাওয়াইতে থাকতেন। সেখানে থাকাকালীন মডেলিং শুরু করেছিলেন। মাত্র ১৪ বছর বয়সে তিনি একজন এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং মডেল হিসেবে তাঁর প্রথম প্রজেক্ট ছিল একটি জুয়েলারি কোম্পানির বিজ্ঞাপন।

ক্যাটরিনা কাইফ হাওয়াইতে থাকতেন। সেখানে থাকাকালীন মডেলিং শুরু করেছিলেন। মাত্র ১৪ বছর বয়সে তিনি একজন এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং মডেল হিসেবে তাঁর প্রথম প্রজেক্ট ছিল একটি জুয়েলারি কোম্পানির বিজ্ঞাপন।

6 / 7
ক্যাটরিনা সর্বদা তাঁর প্রভাব এবং সেলিব্রিটি স্ট্যাটাস সামাজিক সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে ব্যবহার করেছেন। তিনি রিলিফ প্রজেক্টস ইন্ডিয়ার সঙ্গেও যুক্ত। তাঁদের হয়ে নানা কাজও করেছেন। একটি দাতব্য ট্রাস্ট যা পরিত্যক্ত বাচ্চা মেয়েদের উদ্ধার করে। এটি অভিনেত্রীর মা সুজান টারকোট পরিচালনা করেন।

ক্যাটরিনা সর্বদা তাঁর প্রভাব এবং সেলিব্রিটি স্ট্যাটাস সামাজিক সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে ব্যবহার করেছেন। তিনি রিলিফ প্রজেক্টস ইন্ডিয়ার সঙ্গেও যুক্ত। তাঁদের হয়ে নানা কাজও করেছেন। একটি দাতব্য ট্রাস্ট যা পরিত্যক্ত বাচ্চা মেয়েদের উদ্ধার করে। এটি অভিনেত্রীর মা সুজান টারকোট পরিচালনা করেন।

7 / 7
ক্যাটরিনা কাইফ হলেন প্রথম বলিউড অভিনেত্রী যাঁকে একটি বারবি ডল-এর মডেল করা হয়েছে।

ক্যাটরিনা কাইফ হলেন প্রথম বলিউড অভিনেত্রী যাঁকে একটি বারবি ডল-এর মডেল করা হয়েছে।

Next Photo Gallery