আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তার পরেই চার হাত এক হবে। কথা হচ্ছে শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাসের। একের পর এক আইবুড়োভাত খাওয়ার ছবি আসছে প্রকাশ্যে। সম্প্রতি শুটিং ফ্লোরেই ধুমধাম করে আইবুড়ো ভাত খেলেন সিরিয়াল পাড়ার জনপ্রিয় নায়ক। পরনে ছিল শুদ্ধ বাঙালি বরবেশ—ধুতি, মাথায় টোপর, গলায় ঝুলছে উত্তরীয় আর গাঁদার মালা। ‘নিম ফুলের মধু’ পরিবারের সদস্যরা সবাই মিলে বিশেষ আইবুড়ো ভাত পর্বের আয়োজন করেছিল। যেখানে কাঁসার থালায় সাজিয়ে দেওয়া হয় সব খাবার। মেনুতে ছিল—ভাত, পোলাও, ফিসফ্রাই, ডাল, সুক্তো, মটন, মাছ, চাটনি, এমনকি আরও নানা সুস্বাদু পদ।
এদিন, ছবির জনপ্রিয় চরিত্র ‘ধ্যাষ্টামো জেঠু’ (সুব্রত গুহ রায়) মেকআপ রুমে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে আরও ভরিয়ে তুলেছিলেন। উপস্থিত ছিলেন রুবেলের পরিবারের অনেক সদস্য, এমনকি জেঠি, বাবুর মা, পর্ণা এবং পুঁটি—এরা সবাই একফ্রেমে সেজেগুজে উপস্থিত হয়ে ছবির মতো সুন্দর মুহূর্ত তৈরি করেন।
এদিকে, রুবেলের বিয়ে এখন আর মাত্র ১০ দিন দূরে! শ্যুটিংয়ের ব্যস্ততা কাটিয়ে, বিয়ের প্রস্তুতির পাশাপাশি রুবেল এবং তাঁর হবু স্ত্রী শ্বেতা একসঙ্গে আইবুড়ো ভাতের রীতিনীতি পালন করছেন। বৃহস্পতিবার সকালে শ্বেতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তাঁদের আইবুড়ো ভাতের ছবি, যেখানে রুবেলও তাঁর পাশে ছিলেন। এদের সম্পর্কের শুরু হয়েছিল ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের সেটে, যেখানে প্রথম তারা একে অপরকে ভালোভাবে জানার সুযোগ পান। শ্বেতার আগের সম্পর্ক ছিল ৯ বছরের। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। রুবেলের হাত ধরেই শ্বেতা তার নতুন জীবনের শুরু করতে চলেছেন।