Madhumita Sarcar Birthday: মায়ের হাতের পোলাও, মাটন খেয়েই জন্মদিন পালন মধুমিতার

জন্মদিন মানেই বিশেষ একটা দিন। ২৬ অক্টোবর ২৭-এ পা দিল অভিনেত্রী মধুমিতা সরকার। পথশিশুদের সঙ্গে নিজের বিশেষ দিনটা ভাগ করে নিলেন নায়িকা।

| Edited By: | Updated on: Oct 26, 2021 | 5:50 PM
টলিপাড়ার এই মুহূর্তের সবচেয়ে চর্চিত নাম মধুমিতা সরকার। ২৬ অক্টোবর মধুমিতার ২৭ তম জন্মদিন।

টলিপাড়ার এই মুহূর্তের সবচেয়ে চর্চিত নাম মধুমিতা সরকার। ২৬ অক্টোবর মধুমিতার ২৭ তম জন্মদিন।

1 / 7
এই বছরের জন্মদিনটা মধুমিতার কাছে খুবই স্পেশ্যাল। অন্যভাবে ধরা দিলেন নায়িকা।

এই বছরের জন্মদিনটা মধুমিতার কাছে খুবই স্পেশ্যাল। অন্যভাবে ধরা দিলেন নায়িকা।

2 / 7
চেতলার পথশিশুদের সঙ্গে কাটালেন কিছু বিশেষ মুহূর্ত।

চেতলার পথশিশুদের সঙ্গে কাটালেন কিছু বিশেষ মুহূর্ত।

3 / 7
কাটলেন কেক। শিশুদের জন্য আয়োজন হয়েছিল বিশেষ উপহারও।

কাটলেন কেক। শিশুদের জন্য আয়োজন হয়েছিল বিশেষ উপহারও।

4 / 7
শিশুদের সঙ্গে সময় কাটিয়ে নায়িকা পৌঁছিয়ে গিয়েছেন নিজের চম্পাহাটির বাড়িতে। সারাদিনটা কাছের মানুষদের সঙ্গে কাটানোরই পরিকল্পনা।

শিশুদের সঙ্গে সময় কাটিয়ে নায়িকা পৌঁছিয়ে গিয়েছেন নিজের চম্পাহাটির বাড়িতে। সারাদিনটা কাছের মানুষদের সঙ্গে কাটানোরই পরিকল্পনা।

5 / 7
মায়ের হাতের পোলাও, মাটন আর পায়েস খেয়েই জন্মদিনের হবে জন্মদিনের সেলিব্রেশন।  এই বছরের একটাই প্রার্থনা তাঁর আরও ভাল যেন কাজ করতে পারেন

মায়ের হাতের পোলাও, মাটন আর পায়েস খেয়েই জন্মদিনের হবে জন্মদিনের সেলিব্রেশন। এই বছরের একটাই প্রার্থনা তাঁর আরও ভাল যেন কাজ করতে পারেন

6 / 7
মধুমিতার কথায়, "জন্মদিন আমার কাছে আলাদা কোনও স্পেশ্যাল কিছু নয়। পরিবারের সঙ্গে কাটাতেই ভালবাসি। সারাটাদিন বাড়ি ব্যস আর কিচছু চাই না আমার "

মধুমিতার কথায়, "জন্মদিন আমার কাছে আলাদা কোনও স্পেশ্যাল কিছু নয়। পরিবারের সঙ্গে কাটাতেই ভালবাসি। সারাটাদিন বাড়ি ব্যস আর কিচছু চাই না আমার "

7 / 7
Follow Us: