মা হিসেবে সাবালক হলেন মাধুরী দীক্ষিত

স্বরলিপি ভট্টাচার্য |

Mar 17, 2021 | 5:34 PM

ছেলেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন মাধুরী। শেয়ার করেছেন পুরনো কিছু ছবি। ছোট্ট অরিন কেমন দেখতে ছিল, আর এখন সাবালক হয়ে অরিন কেমন, মাধুরীর পোস্টে ধরা পড়েছে দুই চিত্রই।

মা হিসেবে সাবালক হলেন মাধুরী দীক্ষিত
মাধুরী দীক্ষিত।

Follow Us

তাঁর মা হওয়ার জন্মদিন। মা হিসেবে সাবালক হলেন তিনি। পেরিয়ে গেলেন ১৮ বছর। তিনি অর্থাৎ বলিউড অভিনেত্রী (Actress) মাধুরী দীক্ষিত (madhuri dixit)। মাধুরী এবং তাঁর স্বামী শ্রীরাম নেনের দুই ছেলে। অরিন এবং রায়ান। বুধবার ১৮ বছরে পা দিলেন দম্পতির প্রথম সন্তান অরিন।

ছেলেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন মাধুরী। শেয়ার করেছেন পুরনো কিছু ছবি। ছোট্ট অরিন কেমন দেখতে ছিল, আর এখন সাবালক হয়ে অরিন কেমন, মাধুরীর পোস্টে ধরা পড়েছে দুই চিত্রই।

মাধুরী লিখেছেন, ‘আমার ছেলে সরকারি ভাবে অ্যাডাল্ট হল। শুভ ১৮তম জন্মদিন অরিন। শুধু মনে রাখিস, স্বাধীনতার সঙ্গেই দায়িত্বও চলে আসে। আজ থেকে গোটা পৃথিবীটা উপভোগ করা জন্য। রক্ষা কর, আরও উজ্জ্বল করে তোল। যা যা সুযোগ আসছে, তা ভাল ভাবে কাজে লাগা। পুরোপুরি জীবন বেঁচে নিতে শেখ। আশা করি তোর যাত্রাপথ মনে রাখার মতো হবে। ভালবাসি তোকে।’

মাধুরী উইশ করার পরই অনিল কাপুর, রীতেশ দেশমুখের মতো টলি তারকারা অরিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এই মুহূর্তে ‘ডান্স দিওয়ানে সিজন থ্রি’-র বিচারকের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশন, ফিল্ম, ওটিটি প্ল্যাটফর্মে পারফর্ম করছেন তিনি। তবে কাজ এবং ব্যক্তিগত জীবন পাক্কা পেশাদারের মতো সামলেছেন প্রথম থেকেই। এতদিন পরেও পরিবার তাঁর প্রায়োরিটি।

আরও পড়ুন, দিনের শেষে একজন গ্যাংস্টার কী ভাবে, তা আমাকে ফ্যাসিনেট করে: রাম গোপাল ভার্মা

Next Article