মায়ের উপর নির্যাতন, জমা রাগ ছেলের…ধারাবাহিকে কোন চরিত্রে ফিরছেন মৈনাক?
TV9 বাংলাকে মৈনাক জানালেন, ''চরিত্রটা বেশ চ্যালেঞ্জিং। সে কারণেই এই চরিত্রটা করার কথা ভাবলাম। বাংলা ধারাবাহিকে এই মুহূর্তে এরকম চরিত্র খুব বেশি নেই।'' এর আগে 'কাজল নদীর জলে' ধারাবাহিকে দেখা গিয়েছিল মৈনাককে। তার আগে 'ইচ্ছে পুতুল' ধারাবাহিকে কাজ করেছেন মৈনাক।

বাংলা ধারাবাহিকে ফিরছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়। ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। ‘মিঠিঝোরা’ তিন বোনের গল্প। বড় বোন রাইয়ের চরিত্রে আছেন আরাত্রিকা মাইতি। আরাত্রিকার সঙ্গে সুমন দে জুটি বেঁধেছেন। তাঁদের সম্পর্কের মধ্যে ঢুকে পড়েছিল মেজ বোন। এই চরিত্রটি করছেন দেবাদৃতা বসু। দিদিকে হিংস করে সে। জামাইবাবু তার ঘরে ঢুকে অসভ্যতা করেছে, সেটা প্রমাণ করে তাকে ফাঁসানোর চেষ্টা করে। যদিও এর কোনও সত্যতা ছিল না। অন্যদিকে ছোটবোন স্রোতের সঙ্গে তাঁর বরের দূরত্ব কীভাবে কমছে, সেটাও এই মুহূর্তে রয়েছে ধারাবাহিকে। তা হলে এই গল্পে মৈনাক কীভাবে এন্ট্রি নিলেন? দেবাদৃতার চরিত্রটিকে কিডন্যাপ করে একটা দল। সেই দলের মাথা হিসাবে দেখা যাবে মৈনাককে। কেন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত এই চরিত্র? একটা সময়ে রাষ্ট্রের সশস্ত্রবাহিনী তার মায়ের উপর অকথ্য শারীরিক নির্যাতন করে। তাই এই ছেলেটির শরীরে রাগ জন্মায়। একদিকে সে যেরকম অসামাজিক কাজকর্ম করে, অন্যদিকে তার দয়ার শরীরের পরিচয়ও পায় কিছু গ্রামবাসী। গ্রামের মানুষদের কাছে সে ভরসার জায়গা। সমাজের দুর্নীতি দূর করাই আসলে তার লক্ষ্য। এরপর দেবাদৃতার চরিত্রের সঙ্গে এই চরিত্রের কী সমীকরণ তৈরি হবে, সেটাই দেখার। কোনও প্রেমের মোড় আসবে কিনা, তা দেখার জন্য অপেক্ষা করবেন দর্শকরা।
TV9 বাংলাকে মৈনাক জানালেন, ”চরিত্রটা বেশ চ্যালেঞ্জিং। সে কারণেই এই চরিত্রটা করার কথা ভাবলাম। বাংলা ধারাবাহিকে এই মুহূর্তে এরকম চরিত্র খুব বেশি নেই।” এর আগে ‘কাজল নদীর জলে’ ধারাবাহিকে দেখা গিয়েছিল মৈনাককে। তার আগে ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে কাজ করেছেন মৈনাক।





