TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta
May 26, 2022 | 12:15 AM
নিজের ইনস্টা প্রোফাইলে সমুদ্র সৈকতের ছবির কোলাজ করে পোস্ট করেন মালাইকা সদ্য
তাঁর ইনস্টাগ্রামে চোখ রাখলেই বোঝা যাবে কেন তিনি নিজেকে এই আখ্যা দিয়েছেন।
জলকেলিতে তিনি কতটা আনন্দ পান, তা এই ছবি দেখেই বোঝা যাচ্ছে।
সমুদ্র তাঁর মন ভাল করে।
সময়-সুযোগ পেলেই তিনি বন্ধুদের সঙ্গে বেড়িয়ে পড়েন ছুটি কাটাতে কোনও সমদ্রতটে।
প্রেমিক অর্জুন কাপুরও সঙ্গ নেন তাঁর জলকেলিতে।