AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমি নিজের উপর বিরক্ত’, ডান্স বাংলা ডান্স নিয়ে ক্ষোভ উগরে দিলেন মমতা

ডান্স বাংলা ডান্স-এ হিন্দি গানের সঙ্গে চণ্ডালিকা করা হয়েছে। সেই দৃশ্য দর্শকের চোখের সামনে আসতেই তাঁরা ক্ষোভ উগরে দিলেন সোশ্যাল মিডিয়াতে। এই অংশে ন্যাড়া মাথার লুকে দেখা গিয়েছে দেবলীনা দত্তকে। তাঁর উপরও বিরক্তি প্রকাশ করছেন অনেকে সোশ্যাল মিডিয়ায়। এই এপিসোডে উপস্থিত ছিলেন মমতা শঙ্কর। এবার তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই ক্ষোভ উগরে দিলেন, এই অনুষ্ঠানের উপর।

'আমি নিজের উপর বিরক্ত', ডান্স বাংলা ডান্স নিয়ে ক্ষোভ উগরে দিলেন মমতা
| Edited By: | Updated on: Jul 16, 2025 | 1:44 PM
Share

ডান্স বাংলা ডান্স-এ হিন্দি গানের সঙ্গে চণ্ডালিকা করা হয়েছে। সেই দৃশ্য দর্শকের চোখের সামনে আসতেই তাঁরা ক্ষোভ উগরে দিলেন সোশ্যাল মিডিয়াতে। এই অংশে ন্যাড়া মাথার লুকে দেখা গিয়েছে দেবলীনা দত্তকে। তাঁর উপরও বিরক্তি প্রকাশ করছেন অনেকে সোশ্যাল মিডিয়ায়। এই এপিসোডে উপস্থিত ছিলেন মমতা শঙ্কর। এবার তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই ক্ষোভ উগরে দিলেন, এই অনুষ্ঠানের উপর।

মমতার বক্তব্য, ”অর্থ উপার্জনের জন্য বা খ্যাতি পাওয়ার জন্য এমন অনুষ্ঠানে যাই না। অনেক সময়ে একটা কিছু ভালো হবে, সেটার জন্য কিছু অনুষ্ঠানে আমাদের যেতে হয়। কিছু সম্পর্কের খাতিরে। বলতে পারেন, নিজেদের স্বার্থের কথা ভেবেই। তবে কিছু কথা আপনাদের বলা দরকার।” এরপর নৃত্যশিল্পী বলেন, ”আমার কিছু মন্তব্য কেটে দেওয়া হয়েছে। আমিই প্রথম বলেছিলাম যে, চণ্ডালিকার সঙ্গে হিন্দি গান মানায় না। কিন্তু আমার মন্তব্য রাখা হয়নি। আমি জানি না সকলের সামনে আমি নিজেকে কীভাবে প্রমাণ করব। দর্শকরা আমার উপরে যতটা না বিরক্ত, তার থেকে অনেক বেশি বিরক্ত আমি নিজে। ছোট্ট বাচ্চাদের কোনও দোষ নেই। ওরা ভাল নাচে। কিন্ত কোরিয়োগ্রাফারদের তো বলাই যায়। আপনারা জানেন, আমাদের করা নৃত্যনাট্য এখনও লোকমুখে প্রশংসিত। আমি কীভাবে এই উপস্থাপনাকে ভাল বলতে পারি? আমাকে যাঁরা সামান্য পরিমাণে চেনেন, আমার উপরে ভরসা রাখতে পারেন। আমার স্কুলের প্রতিটি ছাত্রছাত্রী জানেন, আমরা কী বিশ্বাস করি আর কী করি না।” এই এপিসোড টেলিকাস্ট হওয়ার পর থেকে মমতা শঙ্করকেও আক্রমণের মুখে পড়তে হচ্ছে দেবলীনার মতো।