পরের মাস অর্থাৎ মার্চের ২৬ তারিখে রিলিজ হবে বহু প্রতীক্ষিত ক্রাইম থ্রিলার ফিল্ম ‘সাইলেন্স…ক্যান ইউ হিয়ার ইট’। মুখ্য চরিত্রে ‘ফ্যামিলি ম্যান’ মনোজ বাজপেয়ী। আজ রোববার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শেয়ার করলেন মার্ডার মিস্ট্রি ফিচার ফিলেমের পোস্টার। তিনি লেখেন, ‘যখন সবাই সত্যি গোপন করছে, নীরবতা থাকা সত্ত্বেও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে’। ক্যাপশানে অভিনেতা জানিয়েও দেন ছবি মুক্তির তারিখ।
আরও পড়ুন মাঝ রাস্তায় রণবীরের চারচাকায় তালা মারল মুম্বই পুলিশ!
#Silence … can you hear it?
A crime thriller that will stop you in ur tracks ?
Thrilled to foray into this side of the Universe!
?#NewFilmAnnouncement @BajpayeeManoj @mathurarjun @ADeohans @kirandeohans1 @Sahilwalavaid @Vaquar_Shaikh @KapurSohaila @ZeeStudios_ @ZEE5Premium pic.twitter.com/v8mPvinbEt— Prachi Desai (@ItsPrachiDesai) December 23, 2020
ছবি নির্মাতারাও ছবির পোস্টার শেয়ার করে লেখে, ‘তিনি নিঁখোজ নন।শশশশশ… মনোজ বাজপেয়ী এখানে রয়েছেন।’ ছবির পরিচালক অবম ভারুচা দিওহান। মনোজ ছাড়াও ফিল্মে অভিনয় করছেন প্রাচী দেশাই। এই ছবির মাধ্যমে প্রাচীর ডিজিট্যাল ডেবিউ করতে চলেছেন। একজন মহিলার রহস্যজনকভাবে অন্তর্ধানের গল্প বলবে ‘সাইলেন্স…ক্যান ইউ হিয়ার ইট’। ফিল্মে মনোজ একজন অ্যসিসটেন্ট কমিশনার অফ পুলিশ। তাঁর নাম অবিনাশ বর্মা।
When everyone is hiding the truth, justice will thrive despite the Silence. Prepare for a murder mystery that will keep you guessing till the end.#SilenceCanYouHearIt premieres 26th March on @ZEE5Premium@BajpayeeManoj @ItsPrachiDesai @mathurarjun @ADeohans @kirandeohans1 pic.twitter.com/dQjsiw7GES
— manoj bajpayee (@BajpayeeManoj) February 14, 2021
‘সাইলেন্স…’ ছাড়াও মনোজের পাইপলাইনে রয়েছে আরও দুটি ওয়েব সিরিজ। ‘দ্য ফ্যামিলি ম্যান’ এবং রাজ নিদিমোরু পরিচালিত ক্রাইম জার্নালিজম ভিত্তিক সিরিজ‘কৃষ্ণ ডিকে’। অভিনেতা আপাতত কানু বেহল পরিচালিত ‘ডেসপ্যাচ’-এর শুটিংয়ে ব্যস্ত। ছবির শুটিং সেটে ফিরে মনোজ একটি ছবিও পোস্ট করেন, ক্যাপশানে লেখেন, ‘বাড়ির মতো মনে হয় এমন এক জায়গায় আবার ফিরলাম। ‘ডেসপ্যাচ’-এর শুটিং শুরু হল।’