মুখ দেখানোর অবস্থা ছিল না, দাঁতে সার্জারি, হেমাটোমা, এখন কেমন আছেন মোনালি?
বলিউড বা টলিউডের তারকারা অনেক সময়ে কাজের বেশি চাপ নিয়ে ফেলেন। তারপর শরীর খারাপ হয়ে যায়। এবার গায়িকা মোনালি ঠাকুর সোশ্যাল মিডিয়াতে এসেই তাঁর অসুস্থতার কথা জানালেন। মোনালি বললেন, ''বহুদিন সোশ্যাল মিডিয়াতে আসতে পারিনি। দুর্গাপুজোর সময় থেকেই শরীর খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার দাঁতের সার্জারি করতে হয়েছিল। সেই সময়ে একটা সমস্যা তৈরি হয়। হেমাটোমা হয়ে গিয়েছিল। এমন অবস্থা ছিল মুখের যে সোশ্যাল মিডিয়াতে এলে আপনারা আমাকে দেখে ভাবতেন, মারপিট করে চলে এসেছি।'' এই সময়ে ঘনঘন জ্বর আসছিল নায়িকার, সে কথা জানিয়েছেন গায়িকা-অভিনেত্রী।

বলিউড বা টলিউডের তারকারা অনেক সময়ে কাজের বেশি চাপ নিয়ে ফেলেন। তারপর শরীর খারাপ হয়ে যায়। এবার গায়িকা মোনালি ঠাকুর সোশ্যাল মিডিয়াতে এসেই তাঁর অসুস্থতার কথা জানালেন। মোনালি বললেন, ”বহুদিন সোশ্যাল মিডিয়াতে আসতে পারিনি। দুর্গাপুজোর সময় থেকেই শরীর খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার দাঁতের সার্জারি করতে হয়েছিল। সেই সময়ে একটা সমস্যা তৈরি হয়। হেমাটোমা হয়ে গিয়েছিল। এমন অবস্থা ছিল মুখের যে সোশ্যাল মিডিয়াতে এলে আপনারা আমাকে দেখে ভাবতেন, মারপিট করে চলে এসেছি।” এই সময়ে ঘনঘন জ্বর আসছিল নায়িকার, সে কথা জানিয়েছেন গায়িকা-অভিনেত্রী।
তবে অনুরাগীদের জন্য সুখবর, এখন অসুস্থতা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন গায়িকা। মোনালি বলেন, ”এত বছর ধরে কাজের চাপ নিচ্ছি, সে কারণেই কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। এখন ছুটি কাটাতে এসেছি। সেই সঙ্গে কাজ করছি। তাই ভাবলাম, এরই মাঝে সোশ্যাল মিডিয়াতে এসে আপনাদের সঙ্গে কথা বলি। কিছু গান নিয়ে আসব সামনে।”
লক্ষণীয় মোনালি অনেকটা সময় বিদেশে থেকেছেন শেষ কিছু বছরে। তিনি বিয়ে করার সময়ে তা আড়ালে রেখেছিলেন। পরে নিজে বিয়ের খবর সকলকে জানিয়ে দেন। বলিউডে চর্চা, সেই সম্পর্কে কিছু জটিলতার মধ্যে দিয়ে গিয়েছেন নায়িকা। বিয়ে আছে নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে, তা নিয়ে অনেকটা চর্চা হয়েছে। এসবের কোনও প্রভাব পড়েছে কিনা মোনালির জীবনে, তা নিয়ে প্রশ্ন করেছেন অনুরাগীরা।
বলিউডে প্লে-ব্যাকের ক্ষেত্রে মোনালিকে তেমনভাবে আর পাওয়া যাচ্ছে না। বাংলা ছবিতে মোনালির গানের সংখ্যা গত দু’ তিন বছরে কিছুটা কম। তাই এবার কীভাবে কেরিয়ার সাজাতে চান গায়িকা, তা জানার অপেক্ষায় অনুরাগীরা। সোশ্যাল মিডিয়াতে অনুপস্থিত থাকার জন্য, অনুরাগীদের মিস করেছেন মোনালি, সে কথা জানিয়েছেন। এবার থেকে নিয়মিত ইনস্টাগ্রামে পোস্ট করবেন মোনালি, তেমন আশা করা যায়। পাশাপাশি বড়পর্দা বা ওটিটি-তে মোনালির অভিনয় দেখার জন্য অপেক্ষা করছেন অনুরাগীরা।
