কাশ্মীর বেড়াতে গেলেন মনামী ঘোষ, সঙ্গী কে?
টেলিভিশনে ডান্স ‘ডান্স জুনিয়র সিজন ২’-এ বিচারকের দায়িত্ব সামলাচ্ছিলেন মনামী। সঙ্গে ছিলেন দেব। এই শোয়ের অন্যতম আকর্ষণ ছিলেন মিঠুন চক্রবর্তী। তার থেকে ছুটি পেয়েই বেড়াতে গেলেন অভিনেত্রী।
বেড়ানো তাঁর কাছে অক্সিজেনের মতো। তিনি অর্থাৎ অভিনেত্রী (Actress) মনামী ঘোষ (Monami Ghosh)। গত সেপ্টেম্বরে দার্জিলিংয়ে গিয়েছিলেন তিনি। তারপর থেকে টানা কাজ করছিলেন। এবার তাঁর গন্তব্য কাশ্মীর।
টেলিভিশনে ডান্স ‘ডান্স জুনিয়র সিজন ২’-এ বিচারকের দায়িত্ব সামলাচ্ছিলেন মনামী। সঙ্গে ছিলেন দেব। এই শোয়ের অন্যতম আকর্ষণ ছিলেন মিঠুন চক্রবর্তী। তার থেকে ছুটি পেয়েই বেড়াতে গেলেন অভিনেত্রী।
View this post on Instagram
সূত্রের খবর, ছোট বয়সে একবার বাবা-মায়ের সঙ্গে কাশ্মীর গিয়েছিলেন তিনি। ফের কাশ্মীরকে নতুন ভাবে এক্সপ্লোর করতে চান। সে কারণেই এই ট্রিপ। তবে তাঁর সঙ্গে কেউ রয়েছেন, নাকি একাই বেড়াতে গিয়েছেন, সে বিষয়ে অবশ্য মুখ খোলেননি। সোশ্যাল মিডিয়ায় বেড়ানোর ছবি শেয়ার করেছেন। সেখানে অবশ্য একার ছবিই রয়েছে নায়িকার।
View this post on Instagram
টেলিভিশনের পাশাপাশি বড়পর্দাতেও মনামীকে দেখেন দর্শক। উইন্ডোজ প্রোডাকশনে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালনায় ‘বেলাশুরু’তে দর্শক তাঁর অভিনয় দেখবেন। এর আগে পরিচালক জুটির ‘বেলাশেষ’এও অভিনয় করেছিলেন। কেরিয়ারের শুরু থেকে এখনও পর্যন্ত একই রকম ভাবে নিজেকে মেনটেন করছেন। ধারাবাহিকেও তিনি অত্যন্ত জনপ্রিয়। পাশাপাশি নাচ মনামীর প্যাশন। নাচের তালিমও নিয়েছেন। আর সেই ভালবাসার কারণেই নাচের শো-এ বিচারকের দায়িত্ব সামলেছেন। প্রতিযোগীদের কাছ থেকেও অনেক কিছু শিখেছেন তিনি।
আরও পড়ুন, শুটিং সেটে ইন্দ্রাণী দত্তর সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন