ম্র্রুণালের প্রিয় অভিনেতা ধনুষ, স্বীকার করেছেন নায়িকা, ভিডিয়ো ভাইরাল
ম্র্রুণাল নাকি ধনুষের বড় দুই বোনকে ইনস্টাগ্রামে ফলো করেছেন। তাঁরাও ম্র্রুণালকে ফলো করেছেন।যা থেকে অনেকেই ধরে নিচ্ছেন, তিনি হয়তো ধনুষের পরিবারকে ইতিমধ্যেই চিনে গিয়েছেন। তবে সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, এই সম্পর্ক খুব নতুন। ধনুষ আর ম্র্রুণাল দু' জনেই আপাতত বিষয়টি ব্যক্তিগত রাখতেই আগ্রহী।

ধনুষ এবং ম্র্রুণাল ঠাকুরকে ঘিরে টিনসেল টাউনে যেন নতুন প্রেমের গুঞ্জন! সোশ্যাল মিডিয়ায় এই জুটিকে নিয়ে চর্চা তুঙ্গে, আর অনুরাগীরা তাঁদের নিয়ে মাতোয়ারা। এই প্রেমের গুঞ্জনের মধ্যেই, ২০২৩ সালের একটি পুরোনো সাক্ষাৎকারের অংশ আবারও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে ম্র্রুণাল প্রকাশ্যে ধনুষকে নিজের “প্রিয় অভিনেতা” বলে উল্লেখ করেছিলেন। তখন সেই ভিডিয়ো নিয়ে কোনও অন্যরকম আলোচনা ছিল না। তবে এখন অনেকেই মনে করছেন, তা হলে ধনুষকে নিজের জীবনে পেয়ে বেজায় খুশি হয়ে যেতে পারেন নায়িকা।
সেই পুরোনো ভিডিওতে, রেড কার্পেটে ম্র্রুণালকে তাঁর প্রিয় অভিনেতার নাম জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমি ধনুষের সিনেমা দেখতে খুব পছন্দ করি। স্যারের সাম্প্রতিক একটি সিনেমা আমি দেখেছি এবং ওঁর অভিনয় আমার খুব ভালো লেগেছে।” যদিও ভিডিয়োটা আজ থেকে দু’ বছর আগের, তবে সম্প্রতি দুই তারকাকে একসঙ্গে দেখা গিয়েছে। যার ফলে ভিডিয়োটি আবার নতুন করে আলোচনায় এসেছে।
সর্বশেষ আপডেট অনুযায়ী, ম্র্রুণাল নাকি ধনুষের বড় দুই বোনকে ইনস্টাগ্রামে ফলো করেছেন। তাঁরাও ম্র্রুণালকে ফলো করেছেন।যা থেকে অনেকেই ধরে নিচ্ছেন, তিনি হয়তো ধনুষের পরিবারকে ইতিমধ্যেই চিনে গিয়েছেন। তবে সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, এই সম্পর্ক খুব নতুন। ধনুষ আর ম্র্রুণাল দু’ জনেই আপাতত বিষয়টি ব্যক্তিগত রাখতেই আগ্রহী। ধনুষের বিবাহ বিচ্ছেদের খবর নিয়েও আলোচনা ছিল তুঙ্গে। সেটা পেরিয়ে নায়ক কোনও নতুন সম্পর্ক শুরু করবেন কিনা, এখন সেটা দেখার অপেক্ষা।
