AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কেন ৫০ লাখ টাকার জল পান করেন নীতা আম্বানী? কারণ জানলে চোখ কপালে উঠবে

Nita Ambani: নীতা অম্বানী যে সমস্ত হ্যান্ডব্যাগ ব্যবহার করেন, তার বেশির ভাগই কুমীরের চামড়ায় মোড়া। কয়েক লক্ষ টাকা দাম সেই সব হ্যান্ড ব্যাগের। যে সমস্ত জুতো তিনি পরেন, সবই লক্ষাধিক টাকা মূল্যের।

কেন ৫০ লাখ টাকার জল পান করেন নীতা আম্বানী? কারণ জানলে চোখ কপালে উঠবে
| Edited By: | Updated on: Mar 10, 2025 | 8:46 PM
Share

গুজরাটের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন নীতা। তাঁর বাপের বাড়ির পদবী ছিল দালাল। ফলত, নীতার বিয়ের আগে নাম ছিল নীতা দালাল। সেই নীতা দালাল ১৯৮৫ সালে, মাত্র ২২ বছর বয়সে বিয়ে করলেন ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ অম্বানীকে এবং তাঁর নাম হল নীতা অম্বানী। আদ্যোপান্ত পাল্টে গেল নীতার জীবন। সকালে ঘুম থেকে ওঠার সময় থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত নীতার জীবন কাটতে থাকে বিলাসে। সকালে উঠে যে চায়ের কাপে চুমুক দেন নীতা তাঁর ভারতীয় মুদ্রায় দাম ৩-৪ লাখ টাকা। সোনায় মোড়া সেই কাপ দেখার মতো। ২২ ক্যারেট সোনার সেই কাপে রয়েছে প্ল্যাটিনামও। সম্পূর্ণ ক্রকারি সেটটি ২ কোটি টাকা দামের। সেই চায়ের সেট তিনি কিনেছিলেন জাপানের সবচেয়ে পুরনো ক্রকারির দোকান থেকে।

যে জল নীতা অম্বানী পান করেন, তা বিশেষভাবে তৈরি। ৬০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় ৫০ লাখ টাকা। এই জলেও রয়েছে সোনার ছাই, যা শরীরের জন্য খুবই উপকারী। নীতা অম্বানী যে সমস্ত হ্যান্ডব্যাগ ব্যবহার করেন, তার বেশির ভাগই কুমীরের চামড়ায় মোড়া। কয়েক লক্ষ টাকা দাম সেই সব হ্যান্ড ব্যাগের। যে সমস্ত জুতো তিনি পরেন, সবই লক্ষাধিক টাকা মূল্যের। সেই সব জুতোর কোনওটাই তিনি একবারের বেশি দু’বার পরেন না। পোশাকের ক্ষেত্রেও একই নিয়ম মেনে চলেন নীতা অম্বানী। শাড়িতে খচিত থাকে বহুমূল্যবান মণি-মুক্তো। এক-একটি শাড়ি কোটি টাকা মূল্যের। সোনা এবং হীরে বসানো থাকে সেই শাড়িগুলিতে।

মুকেশ-পত্নীর লিপস্টিকের সম্ভারও মনে রাখার মতো। বিরল সমস্ত লিপস্টিপ ব্যবহার করেন তিনি। পোশাকের সঙ্গে মানানসইভাবে তৈরি হয় সেই সমস্ত লিপস্টিক। এ ছাড়াও, নীতা অম্বানীর সংগ্রহে রয়েছে বহুমূল্যবান হীরে-মণিমুক্তো খচিত গয়না। দুটো বড় পান্না বসানো নেকলেস পরেছিলেন নীতা। সেগুলি বিশ্বের অন্যতম দামী পান্না। সেই নেকলেসের দাম ভারতীয় মুদ্রায় ৪০০ কোটি টাকা।