কিছুদিন আগেই ইন্ডাস্ট্রিতে গুঞ্জন উঠেছিল তামিল সুপারস্টার বিজয়ের ছবিতে ভিলেন হচ্ছেন নওয়াজউদ্দিন। ছবির নাম ‘থালাপাথি ৬৫’। পরিচালনায় নেলসন দিলীপ কুমার।
খবর রটেছিল নওয়াজউদ্দিন প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করছেন। হিরো বিজয় নিজে। কিন্তু এ-খবরের সত্যতা একেবারে নাকচ করে দিয়েছেন নওয়াজউদ্দিন নিজে। তিনি বলেছেন “ এটা একেবারেই গুজব। আমি এই মুহূর্তে কোনও ভিলেনের চরিত্রে অভিনয় করছি না।”
এই মুহূর্তে নওয়াজউদ্দিন নিজের কেরিয়ারকে নতুন করে সাজাচ্ছেন। দীর্ঘ লকডাউনে অনেক়টা সময় নিজের সঙ্গে কাটিয়েছেন তিনি। বেশিরভাগ সময়ই বিশ্ব সিনেমা দেখেছেন। সিনেমা দেখার দৃষ্টিভঙ্গি তাঁর আমূল বদলেছে। একটি সাক্ষাৎকারে নওয়াজ বলেছেন “ প্রতিটা সিনেমা,প্রতিটা পারফরম্যান্স থেকে কত কিছু শেখার আছে। আমি যত ওয়ার্ল্ড সিনেমা দেখছি তত শিখছি। অভিনয়ের কত যে স্তর, কত যে পরত আছে, যত দেখছি, তত জানতে পারছি। আমি অভিনেতাকে শ্রদ্ধা করি না, অভিনয়কে শ্রদ্ধা করি। অভিনয়ের মধ্যে যে অনিশ্চয়তা আছে, আমাকে সেটাই খুব টানে।”
আরও পড়ুন :জন্মদিনে ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র মুক্তির দিন ঘোষণা করলেন সঞ্জয়
নওয়াজকে শেষ দেখা গিয়েছিল পরিচালক সুধীর মিশ্রর ‘সিরিয়াস মেন’-এ। একটি ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি দেখানো হয়েছিল। এই মুহূর্তে নওয়াজউদ্দিন বাংলাদেশের পরিচালক ফারুকির ‘ নো ল্যান্ড’স ম্যান’-এর শুটিং নিয়ে ব্যস্ত। এটি একটি ইন্দো-বাংলাদেশ-আমেরিকান ছবি। ‘ফ্যাসিসিম’ এই ছবির বিষয়।