ঋষির কোলে রাহা, ছবি ভাইরাল হতেই হাজির নীতু, কী বললেন…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Feb 11, 2024 | 8:38 PM

Rishi-Raha: ঋষি কাপুর চলে যাওয়ার পরই সাত পাকে বাঁধা পড়েন আলিয়া ভাট ও রণবীর কাপুর। আর বছর গড়াতে না গড়াতেই তাঁদের কোল আলো করে আসে কন্যা সন্তান। রাহা কাপুর। ফলে সবটাই তাঁর অদেখাই থেকে গিয়েছে।

ঋষির কোলে রাহা, ছবি ভাইরাল হতেই হাজির নীতু, কী বললেন...

Follow Us

ঋষি কাপুরের কোলে একবছরের রাহা কাপুর। কাপুর পরিবারের প্রতি সদস্যই হয়তো এই দৃশ্য দেখতে চেয়েছিলেন। প্রতিটা পদে-পদে যে আক্ষেপ তাঁদের তাড়িয়ে নিয়ে বেড়ায়। বেঁচে থাকতে ঋষি কাপুর চেয়েছিলেন তাঁর ছেলের সংসার দেখে যেতে। চেয়েছিলেন বিয়ে দেখতে, সন্তান দেখতে, কিন্তু সেই ইচ্ছে তাঁর জীবদ্দশায় পূরণ হয় না। তিনি চলে যাওয়ার পরই সাত পাকে বাঁধা পড়েন আলিয়া ভাট ও রণবীর কাপুর। আর বছর গড়াতে না গড়াতেই তাঁদের কোল আলো করে আসে কন্যা সন্তান। রাহা কাপুর। টানা একবছর যাকে একবার দেখার জন্য অপেক্ষায় ছিল ভক্তমহল, সেই ইচ্ছে  পূরণ ঘটে বড়দিনের ঠিক আগেই। ২০২৩ সালে রাহা কাপুরের একবছর পূর্ণ হওয়ার পরও তার মুখ দেখানোর সিদ্ধান্ত নিয়েছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। মুহূর্তে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল।

রণবীর কাপুরের কোলে ছোট্ট রাহা। সেই ভাইরাল ছবি থেকেই এবার অসম্ভব হল সম্ভব। ঋষি কাপুরের কোলে ছোট্ট রাহা থাকলে সেই ফ্রেম দেখতে কেমন হবে, তা চাক্ষুস করল সকলে। আর এই অসম্ভবকে সম্ভব করে তুলল সোশ্যাল মিডিয়া। এবার রণবীর কাপুরের ছবি মর্ফ করে, সেই জায়গায় বসিয়ে দেওয়া হল ঋষি কাপুরের ছবি। যা রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। দাদুর কোলে কেমন লাগছে রাহাকে, দেখতে নেটপাড়ায় ভিড় জমে। যে তালিকা থেকে বাদ পড়েননি খোদ নীতু কাপুরও। ছবি চোখে পড়তেই করলেন আবেগঘন কমেন্ট। যেখানে লেখা, এটা সত্যি সুন্দর। নেটপাড়ায় এখন ঘিরে বেড়াচ্ছে সেই ছবি।

Next Article