Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tolly Gossip: অদূরেই বসে নুসরত, কোন টলি নায়িকাকে নিয়ে ম্যাচ দেখলেন নিখিল?

Nusrat Jahan: ভারত-দক্ষিণ আফ্রিকার হাইভোল্টেজ ম্যাচে যখন টিকিটের জন্য সাধারণের মধ্যে চলছিল হাহাকার, এমনই এক পরিস্থিতিতে গতকাল অর্থাৎ রবিবার ক্রিকেট দেখতে গিয়েছিলেন প্রায় গোটা টলিউড। নীল ভট্টাচার্য-তৃণা সাহা থেকে শুরু করে নুসরত জাহান-যশ দাশগুপ্ত, অরিন্দম শীল, জুন মালিয়া কে ছিলেন না সেখানে?

Tolly Gossip: অদূরেই বসে নুসরত, কোন টলি নায়িকাকে নিয়ে ম্যাচ দেখলেন নিখিল?
কেএই রহস্যময়ী?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2023 | 5:06 PM

ভারত-দক্ষিণ আফ্রিকার হাইভোল্টেজ ম্যাচে যখন টিকিটের জন্য সাধারণের মধ্যে চলছিল হাহাকার, এমনই এক পরিস্থিতিতে গতকাল অর্থাৎ রবিবার ক্রিকেট দেখতে গিয়েছিলেন প্রায় গোটা টলিউড। নীল ভট্টাচার্য-তৃণা সাহা থেকে শুরু করে নুসরত জাহান-যশ দাশগুপ্ত, অরিন্দম শীল, জুন মালিয়া কে ছিলেন না সেখানে? হাজির ছিলেন নুসরত জাহানের প্রাক্তন ‘স্বামী’ (পড়ুন পার্টনার) নিখিল জৈনও খেলা দেখতে গিয়েছিলেন ইডেনে। না, একা তিনি যাননি। সঙ্গী হয়েছিলেন টলিউডের এক সুন্দরীও। কে তিনি জানেন? তিনি আর কেউ নন অভিনেত্রী সৌরসেনী মৈত্র।

দু’জনের সম্পর্কের গুঞ্জন নতুন নয়। তবে এতদিন তা ছিল শুধুই গুঞ্জন। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন অনেক কিছুই। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন প্রেস বক্সের নিচে বসেছিলেন দু’জনে। সঙ্গে ছিলেন আরও বেশ কিছু বন্ধু। দু’জনেই পরেছিলেন ভারতের জার্সি। এখানেই শেষ নয়, নিখিল পৌঁছে গিয়েছিলেন আগেই। সৌরসেনী ঢুকতেই নিখিলের পাশে বসা বন্ধুটি জায়গা ছেড়ে দেন। সৌরসেনী ও নিখিল প্রথমে একে অপরকে আলিঙ্গন করে বেশ কয়েক সেকেন্ড ধরে। এর পর নিখিলের পাশে বসে গোটা ম্যাচটি উপভোগ করেন ওঁরা। তবে কি জল্পনাই সত্যি? অস্ফুটে এভাবেই সম্পর্কে শিলমোহর দিয়ে দিলেন ওঁরা?

কোন টলি নায়িকাকে নিয়ে ম্যাচ দেখলেন নিখিল?

ওদিকে গতকাল যশ-নুসরতও খেলা দেখতে গিয়েছিলেন। দুই প্রাক্তনের কি দেখা হল? নাকি বর্তমানকে নিয়েই খুশি থাকলেন ওঁরা। পুরনো সব কিছু ভুলে শুরু হল এক নতুন অধ্যায়ের সূচনা। যে অধ্যায়ের সাক্ষী থাকল কয়েক কোটি মানুষ। সাক্ষী থাকল গোটা ইডেন, একটা গোটা বিশ্বকাপ। নুসরত ও নিখিলের সম্পর্ক শেষ হয়েছে তিক্ত ভাবে। আইনি বিবাহ না হওয়ায় নিখিলকে স্বামী হিসেবে মানতে চাননি নুসরত। নুসরত তাঁর জীবন থেকে চলে যাওয়ার পরেই নিখিলের বস্ত্র বিপণনী সংস্থার মুখ হয়ে ওঠেন সৌরসেনী। জন্মদিনে দুষ্টু-মিষ্টি পোস্ট থেকে শুরু করে একসঙ্গে বিদেশ ভ্রমণ– এ সবই চলেছে তাঁদের বহুদিন ধরেই।