লাল বিকিনিতে উজ্জ্বল ঐন্দ্রিলা, সোশ্যাল মিডিয়ায় জুটল ট্রোলিং, অঙ্কুশ বললেন…

Mar 27, 2021 | 1:20 PM

প্রশংসার পাশপাশি কদর্য কমেন্টেও ভরে উঠল ঐন্দ্রিলার ইনস্টাগ্রামের কমেন্ট বক্স।

লাল বিকিনিতে উজ্জ্বল ঐন্দ্রিলা, সোশ্যাল মিডিয়ায় জুটল ট্রোলিং, অঙ্কুশ বললেন...
অঙ্কুশ-ঐন্দ্রিলা।

Follow Us

মালদ্বীপ বেড়াতে গিয়েছেন বড় পর্দার জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। পাঁচ তাঁরা হোটেলে রাত্রিযাপন থেকে শুরু করে স্কুবা ডাইভিং— এন্টারটেনমেন্ট যেন পসরা সাজিয়ে হাজির হয়েছে ওই তারকা জুটির সামনে। তবে এরই মধ্যে ছন্দপতন। লাল বিকিনিতে ঐন্দ্রিলার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই জুটল ট্রোলিং। প্রশংসার পাশপাশি কদর্য কমেন্টেও ভরে উঠল ঐন্দ্রিলার ইনস্টাগ্রামের কমেন্ট বক্স।

মালদ্বীপের বিচে কালো লং জ্যাকেটের সঙ্গে ঐন্দ্রিলার বিকিনি লুক একেবারে ‘পিকচার পারফেক্ট’। চোখে রোদচশমা আর সঙ্গে টপ বান তাতে যোগ করেছিল অন্য মাত্রা। কিন্তু ‘ফাগুন বউ’কে বিকিনিতে দেখেই এক নেটাগরিকের মন্তব্য, “এ সব তোমায় মানায় না”। যদিও অঙ্কুশ নিজেই ঐন্দ্রিলার বিকিনি লুক তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করে লেখেন, “সূর্যাস্তের পরেও যখন কেউ আবহাওয়া উত্তপ্ত রাখার দায়িত্ব নেয়।” সেলেব কাপলের বন্ধু তৃণা সাহা লেখেন, “হটনেস অ্যালার্ট”। সমস্ত ট্রোলকে উপেক্ষা করে অঙ্কুশ-ঐন্দ্রিলা এখন পুরদস্তুর ভ্যাকেশন মোডে।


অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রথম ছবি ‘ম্যাজিক’-এর সাফল্যের পর আপাতত ব্যস্ত জীবন থেকে ছোট্ট একটা ব্রেক নিয়েছেন ওঁরা। অঙ্কুশ যে হোটেলটিতে উঠেছেন তার গা-ঘেঁষে নীল সমুদ্র। যে ঘরে টলিউডের এই যুগল রয়েছেন, দরজা খুললেই সমুদ্র এসে পা ধুয়ে দিয়ে যাচ্ছে ওদের। সব মিলিয়ে প্রেমের উপযুক্ত পরিবেশ। ব্যস্ততা, রোল, ক্যামেরা, অ্যাকশন থেকে বিরতি নিয়ে আপাতত ওঁরা দিন কাটাচ্ছেন নিজেদের শর্তেই।

 

 

 

Next Article