ব্যস্ত সইফ-অমৃতা, চোখের আড়ালেই রাস্তায় নেচে রোজগার সারার

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 24, 2024 | 4:16 PM

Sara Ali Khan Controversy: সারা আলি খান এ কী কাণ্ড ঘটিয়েছিলেন? তাঁকে বাধা দেননি সইফ কিংবা তাঁর মা অমৃতা? ঠিক কী ঘটেছিল তাঁর সঙ্গে? কেনই বা এমনটা করেছিলেন সারা আলি খান? সবটা খোলসা করেছিলেন সারা আলি খান নিজেই। 

ব্যস্ত সইফ-অমৃতা, চোখের আড়ালেই রাস্তায় নেচে রোজগার সারার

Follow Us

সারা আলি খান এখন বলিউডের নতুন প্রজন্মের মধ্যে প্রথম সারির নাম। পারিবারিক ঐতিহ্য তো ছিলই, একই সঙ্গে নিজের অভিনয় দক্ষতাও প্রমাণ করেছেন তিনি। আবার সাধারণ কথাতেও রয়েছে পারিবারিক ঐতিহ্যের ছাপ। সারার বাবা অর্থাৎ সইফ আলি খান যেমন বুদ্ধিমত্তার মিশেলে মজার কথা বলেন, ঠিক তেমনই সারা। নায়িকার পুরনো একটি ভিডিয়ো ঘিরে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় নানা চর্চা ওঠে তুঙ্গে। সারা আলি খান এ কী কাণ্ড ঘটিয়েছিলেন? তাঁকে বাধা দেননি সইফ কিংবা তাঁর মা অমৃতা? ঠিক কী ঘটেছিল তাঁর সঙ্গে? কেনই বা এমনটা করেছিলেন সারা আলি খান? সবটা খোলসা করেছিলেন সারা আলি খান নিজেই।

এক সাক্ষাৎকারে সারা জানিয়েছিলেন, বাবা-মা এবং ভাইয়ের সঙ্গে একবার ছোটবেলায় বেড়াতে গিয়েছিলেন তিনি। তখন ইব্রাহিম সবে হাঁটতে শিখেছে। তবুও তাকে প্যামে বসানো ছিল। তার পাশে নাকি দাঁড়িয়েছিলেন সারা। সইফ-অমৃতা সে সময় কোনও দোকানে গিয়েছিলেন। সারার কথায়, “বাবা, মা দোকানে। ভাই প্র্যামে। আমি ওর সঙ্গে বাইরে দাঁড়িয়েছিলাম। সঙ্গে আমাদের পরিচারকও ছিলেন। হঠাৎই আমি নাচতে শুরু করেছিলাম। লোকজন নাচ দেখে দাঁড়িয়ে পয়সা দিয়েছিল। ভেবেছিল, আমি ভিক্ষা করছি। আমি সে সব পয়সা রেখে দিয়েছিলাম। আমার মনে হয়েছিল, পয়সা যখন পাওয়া যাচ্ছে, যা খুশি করে নিই। আমি আরও বেশি করে নেচেছিলাম।”

সইফ-অমৃতা দোকান থেকে ফিরে আসার পর সারার নাচের ঘটনা তাঁদের জানিয়েছিলেন পরিচারক। তাঁর মনে হয়েছিল, সারা খুব সুন্দর। সে জন্য ওর নাচ দেখে লোকে পয়সা দিয়েছিলেন! কিন্তু অমৃতার মত ছিল ভিন্ন। সারা হাসতে হাসতে শেয়ার করেছেন, “মা বলেছিল, ওকে কিউট নয়, ভিখারির মতো লাগছিল। সে জন্য লোকে পয়সা দিয়েছে।”

Next Article