AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কেউ চেপে ধরে রেখেছে বিছানায়…’, মধ্যরাতে সানির বেডরুমে ভয়ানক কাণ্ড

মুহূর্তে তিনি বুঝতে পারেন তাঁকে কেউ চেপে ধরে রেখেছে বিছানায়। যতই তিনি চেষ্টা করছেন উঠতে, ততই তিনি ব্যর্থ হচ্ছেন। না, একবার নয়, বার বার এমন পরিস্থিতির শিকার হয়েছিলেন তিনি সেদিন রাতে।

'কেউ চেপে ধরে রেখেছে বিছানায়...', মধ্যরাতে সানির বেডরুমে ভয়ানক কাণ্ড
| Edited By: | Updated on: Jul 21, 2025 | 7:14 PM
Share

সানি লিওন বলে কথা, প্রতিটা পদে পদে যে সেলেবস্টারকে চোখে হারায় ভক্তরা, তাঁর জীবনের না বলা গল্পই একাধিকবার ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। সানি বরাবরই খোলামেলা কথা বলতে বেশি পছন্দ করেন। মাঝে মধ্যেই নিজের জীবনের গোপন কাহিনি অনুরাগীদের কাছে তুলে ধরতে দেখা যায় তাঁকে। একবার তেমনই এক ভয়ানক পরিস্থিতির কথা জানিয়ে ছিলেন সেলেব। স্পিলসভিলার শুটিং-এ তখন সানি রাজস্থানে। মধ্যরাতে হঠাৎই তিনি অনুভব করেন তাঁর শরীরে কোনও শক্তি নেই। তিনি হাজার চেষ্টা করেও বিছানা থেকে উঠতে পারছেন না।

মুহূর্তে তিনি বুঝতে পারেন তাঁকে কেউ চেপে ধরে রেখেছে বিছানায়। যতই তিনি চেষ্টা করছেন উঠতে, ততই তিনি ব্যর্থ হচ্ছেন। না, একবার নয়, বার বার এমন পরিস্থিতির শিকার হয়েছিলেন তিনি সেদিন রাতে। খানিক পরেই সানি বুঝতে পারেন তাঁর সঙ্গে অদ্ভুত কিছু ঘটছে, ঘরে কেউ নেই, অথচ কারও উপস্থিতি তিনি অনুভব করতে পারছিলেন।

প্রথমটায় মনে হয়েছিল মনের ভুল। কিন্তু কিছুক্ষণ পরই তিনি বুঝতে পেরেছিলেন, সবটাই অস্বাভাবিক, ভুতের ভয়ে সেদিন তিনি কাঁপছিলেন। শেষে চিৎকার করে উঠেছিলেন, বলেছিলেন ‘আমায় একা থাকতে দাও, আমায় ছেড়ে দাও’। সানি লিওনের এই কথা শুনে একপ্রকার চমকে উঠেছিলেন সকলে। তবে তিনি একা নন। এমন অনেকেই রয়েছেন, যাঁরা বাস্তবে এমনই অলৌকিক ঘটনার শিকার হয়েছেন। কেউ শুটিং সেটে, কেউ আবার বাস্তবের জীবনে, কঠিন পরিস্তিতিতে পড়ে কম বেশি অনেককেই বিপত্তিতে পড়তে হয়। যা হয়তো বলে অনেকেই ঠিক বুঝিয়ে উঠতে পারেন না।