২০২২ সালে পুত্র বায়ুর জন্মের পর কাজ থেকে বিরতি নিয়েছিলেন সোনম কাপুর। এবার ধীরে-ধীরে কাজে ফিরতে চাইছেন তিনি। তাঁর শেষ ছবি ‘ব্লাইন্ড’ মুক্তি পেয়েছিল ওটিটি প্লাটফর্মে। এবার তাঁর স্বামী আনন্দ আহুজার পাঠানো একটি আইনি চিঠির কারণেই ফের খবরের শিরোনামে এসেছেন সোনম। অভিযোগটি সোমনকে কেন্দ্র করেই। কী সেই অভিযোগ?
এক ডিজিট্যাল কনটেন্ট ক্রিয়েটরকে আইনি চিঠি পাঠিয়েছেন সুনমের স্বামী আনন্দ। মেয়েটির ইউটিউবে একটি চ্যানেল রয়েছে। তাঁর নাম রাগিনী। সেই নামেই রয়েছে চ্যানেলটি। তাঁর ইউটিউব চ্যানেলে সোনমকে রোস্ট করেছেন রাগিনী। আর তাতেই চটেছে সোনমের স্বামী। কোনও কিছু না ভেবে রাগিনীকে আইনি চিঠি ধরিয়ে দিয়েছেন আনন্দ। নেটিজ়েনদের বক্তব্য, যে ইউটিউবারের মাত্র ৬ হাজার ভিউজ়, তাঁকে কেন আইনি চিঠি দিলেন আনন্দ?
কথায় আছে, কারও পৌষ মাস তো কারও সর্বনাশ। রাগিনীর ক্ষেত্রে দুটোই ঘটেছে। আনন্দর চিঠি পাওয়ার পর সোনমকে নিয়ে তৈরি ভিডিয়োটি দেখার আগ্রহ তৈরি হয়েছে মানুষের মধ্যে। অনেকে সেই ভিডিয়োটি দেখেও ফেলেছেন। তার মধ্যে একজনের মন্তব্য, “ভাই, এই গোটা কন্ট্রোভার্সিটি দেখার পর মনে হল, কেন আপনি সোনমকে চিঠি পাঠাচ্ছেন?”
জনসমক্ষে বেশ কিছু মন্তব্য করার জন্য লাইমলাইটে এসেছিলেন সোনম। সেই মন্তব্যগুলির কারণে বারংবারই কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। রাগিনীর করা ভিডিয়োতে রয়েছে সোনমের সেই মন্তব্যগুলোই। একজন আনন্দর উদ্দেশ্যে লিখেছেন, “মানহানি তখনই হয় যখন কোনও ব্যক্তির ব্যাপারে মিথ্যাচার করা হয়। কিন্তু সোনম তো আগেই মন্তব্যগুলো করেছেন সকলের সামনে। সবটাই তো সত্যি। তা হলে আপনি তাঁকে মিথ্যাচার বলছেন কেন? কেনই বা মানহানির চিঠি পাঠাচ্ছেন?”
কেউ-কেউ বলছেন, কামব্যাক করতে চাইছেন সোনম। তাই কোনও এক অছিলায় লাইমলাইটও চাইছেন তিনি। এটি তাঁর পিয়ারের তৈরি করা কৌশল ছাড়া কিছুই নয়। একজন আনন্দকে উদ্দেশ্য করে লিখেছেন, “যদি আপনি ইউটিউবে ‘সোনম কাপুর ডাম্প কমেন্টস’ বলে সার্চ করেন তা হলে এরকম লক্ষ-লক্ষ ভিডিয়ো পাবেন, যেগুলি ইউটিউবাররা তৈরি করেছেন। কোই তাঁদের তো আইনি চিঠি পাঠাচ্ছেন না আপনি? এমন একজনকে পাঠালেন, যাঁর ভিডিয়োর মাত্র ৬,০০০ ভিইজ়।” একজন বলেছেন, “নিজের স্ত্রীর মত ব্যবহার করছেন আপনি। আপনি তো আইন-কানুনই জানেন না মশাই।”