গত বছর জানুয়ারি মাসে জন্ম নিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের একরত্তি মালতী মেরি চোপড়া জোনাস। সবে দেড় বছর হয়েছে তাঁর। এরই মধ্যে তাঁকে নিয়ে এক নতুন খবর। যা শুনে রীতিমতো আঁতকে উঠেছেন অনেকেই। তাঁরা প্রশ্ন রেখেছেন প্রিয়াঙ্কা-নিকের কাছে, ‘সন্তানকে দিয়ে অনৈতিক কাজ করাচ্ছেন’? তাঁদের আরও জিজ্ঞাসা, “আর কত আয় করবেন? সন্তানকেও পাঠিয়েছেন উপার্জন করতে? ছিঃ।” কী এমন ঘটেছে?
হঠাৎ করেই ইনস্টাগ্রামে আবিষ্কার করা হয়েছে এক আইডি অর্থাৎ প্রোফাইলের। যে প্রোফাইলের নাম মালতী মেরী। অনুরাগীর সংখ্যা ১৪ জন। ওই প্রোফাইলের নেপথ্যের মানুষটি অনুসরণ করছেন আরও ১৩ জনকে। মাত্র তিনটি পোস্ট করা হয়েছে ওই প্রোফাইল থেকে। ডিপিতে দেওয়া রয়েছে তারকা জুটির সন্তানের ছবি। কেউ দাবি তুলতেই পারেন, এই প্রোফাইল ফেক। কেউ হয়তো মালতীর নাম ব্যবহার করে এই ঘটনা ঘটিয়েছেন। কিন্তু ভাল করে লক্ষ্য করলেই দেখা যাবে প্রোফাইলটি অনুসরণ করছেন খোদ নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। এর পরেই ভক্তমহলে প্রশ্ন, যদি সত্যিই ওই প্রোফাইল ভুয়ো হত তবে মা ও বাবা একসঙ্গে কেন ওই প্রোফাইল ফলো করতে যাবেন?
প্রসঙ্গত, ওই প্রোফাইল যদি সত্যিই মালতীর হয়ে থাকে তবে তা অনৈতিক। ইনস্টাগ্রামের নিয়ম অনুযায়ী, ব্যবহারকারীর ১৩ বছর বয়স না হলে নিজে থেকে ইনস্টা ব্যবহার করা যায় না। বাড়ির অন্য কোনও সদস্য সেই শিশুর ইনস্টা চালালে তবেই তা ব্যবহারযোগ্য হয়ে ওঠে। নিয়ম লঙ্ঘিত হয় না। মালতীর ক্ষেত্রেও কি ঘটেছে এমনটাই? নাকি দর্শকদের সেই ‘অনৈতিক কাজ’-এর তত্ত্বই সঠিক? উত্তরের আশায় ভক্তরা। যদিও প্রিয়াঙ্কা বা নিক– দু’জনেই এই বিষয়ে চুপ করে থাকাই শ্রেষ্ঠ বলে মনে করেছেন। হাজার হোক, প্রথম সারির তারকা বলে কথা!
এই সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট