Sourav Das Marriage: মাথায় বসালেন মদের গেলাস; প্রায় ‘বেহুঁশ’ নাচ, দর্শনাকে বিয়ের আগেই তৃণার সঙ্গে…

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Dec 12, 2023 | 1:43 PM

Sourav Das: ১৫ ডিসেম্বর অভিনেতা সৌরভ দাসের বিয়ে। তিনি বিয়ে করছেন টলিপাড়ার নায়িকা দর্শনা বণিককে। বিয়ের আগে জমিয়ে আইবুড়ো ভাত খাচ্ছেন সৌরভ-দর্শনা। সম্প্রতি দর্শনাকে আইবুড়ো ভাত খাওয়ালেন অভিনেত্রী  তৃণা সাহা। এবং প্রিয় বন্ধু নীলের সঙ্গে ব্যাচেলর পার্টিতে গা ভাসালেন সৌরভ। সেই ব্যাচেলর পার্টির এক মুহূর্তে সামনে এসেছে সম্প্রতি।

Sourav Das Marriage: মাথায় বসালেন মদের গেলাস; প্রায় বেহুঁশ নাচ, দর্শনাকে বিয়ের আগেই তৃণার সঙ্গে...
সৌরভ দাস।

Follow Us

১৫ ডিসেম্বর অভিনেতা সৌরভ দাসের বিয়ে। তিনি বিয়ে করছেন টলিপাড়ার নায়িকা দর্শনা বণিককে। বিয়ের আগে জমিয়ে আইবুড়ো ভাত খাচ্ছেন সৌরভ-দর্শনা। সম্প্রতি দর্শনাকে আইবুড়ো ভাত খাওয়ালেন অভিনেত্রী  তৃণা সাহা। এবং প্রিয় বন্ধু নীলের সঙ্গে ব্যাচেলর পার্টিতে গা ভাসালেন সৌরভ। সেই ব্যাচেলর পার্টির এক মুহূর্তে সামনে এসেছে সম্প্রতি।

আইবুড়ো পার্টি বলে কথা। ‘ম্যারেড’ হওয়ার আগে শেষ নাচানাচিটা সেরে নিলেন সৌরভ। হুল্লোড়ই হুল্লোড়! একেবারে জমিয়ে আনন্দ করলেন সৌরভ। এর পরই তো স্ত্রীর কথায় ওঠবোস করতে হবে তাঁকে। পুরুষদের মনে এই এক চিন্তা। সৌরভও হয়তো বাদ নন। ব্যাচেলর পার্টির আয়োজন করা হয় রবিবার রাতে। এবং সেই পার্টি আলো করে ছিলেন অভিনেত্রী তৃণা সাহার স্বামী নীল ভট্টাচার্য।

‘অ্যানিম্যাল’ ছবির ‘জামাল কুডু’ গানের ছন্দে নেচেছিলেন ববি দেওল। ছবিতে তাঁর তৃতীয় বিয়ের অনুষ্ঠানে সাদা শার্ট ও গলায় বহুমূল্য পাথর খচিত মালা পরে মাথায় মদের গেলাস বসিয়ে নেচেছিলেন ববি। সেই গান এবং সেই নাচের স্টেপ এখন ভাইরাল। একই ভাবে সৌরভ তাঁর আইবুড়ো পার্টিতে মাথায় বসালেন গেলাস। এবং সেই নাচে তাঁর সঙ্গ দিলেন নীল।

এই প্রথম নয়। এর আগেও ব্যক্তিগত সম্পর্কে জড়ানোর কারণে খবরের শিরোনাম দখল করেছিলেন সৌরভ। অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে লিভ টুগেদার করতেন তিনি। ফ্ল্যাটও কিনেছিলেন দু’জনে থাকবেন বলে। তারপর শোনা যায়, অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে অনিন্দিতা তাঁকে ছেড়ে চলে যান। এবার দর্শনাকে বিয়ে করছেন সৌরভ।

Next Article