রবিনা টন্ডন, বলিউডের অন্যতম অভিনেত্রী এবার এ কী কাণ্ড ঘটিয়ে বসলেন? যার জন্য সোশ্যাল মিডিয়ায় এসে রীতিরমত ক্ষমা চাইতে হল তাঁকে? না, যে সে কাণ্ড নয়, বলিউডের দুই স্টারকিড যখন রীতিমত ট্রোলের মুখে, ঠিক সেই সময়ই রবিনা আগুনে ঘি ঢেলে বসলেন। ঠিক কী ঘটেছিল? সম্প্রতি প্রকাশ পেয়েছে দ্য আর্চিস। জোয়া আখতর পরিচালিত এই সিরিজ নিয়ে বরাবরই ছিল দর্শক মনে উত্তেজনার পারদ তুঙ্গে। কিন্তু লাভের লাভ কিছুই হল না। কারণ একটাই, সিরিজ মুক্তি পেতেই তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তুঙ্গে। একশ্রেণি নিন্দে করতে ব্যস্ত এই সিরিজের। যদিও বা কেউ প্রশংসিত হলেন, তবে তিনি সুহানা খান। তবে অগস্ত্য নন্দা ও খুশি কাপুরের অভিনয় নিয়ে সর্বত্র ট্রোল বর্তমান। যা নিয়ে রীতিমত চর্চা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একের পর এক মিম।
কিন্তু সেই মিম নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা হলেও সেলেব হিসেবে তা সমর্থন করা মানেই কোথাও গিয়ে সেই মন্তব্যকে সত্য প্রমাণ করা হয়ে যায়। এবার সেটাই করে বসলেন তিনি। অগস্থ্য ও খুশির অভিনয় নিয়ে তেমনই এক মিমকে লাইক করে রবিনা এক শ্রেণির কাছে প্রমাণ করে দিলেন যে তিনি এই বিষয়টা মেনে নিচ্ছেন যে এই দুই স্টার অভিনয় করতে পারেন না। কিন্তু বাস্তবটা তেমন নয়। ভুল করে লাউইক হয়ে গিয়েছে, জানালেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ”সোশ্যাল মিডিয়ায় কোনও বটন স্পর্শ হয়ে যাওয়া। একটা সত্যি বড় ভুল হয়ে দাঁড়ালো। এই লাইক ভুল বশত হয়ে গিয়েছে। এবং এই বিষয় আমি অবগত ছিলাম না যে স্ক্রল করতে গিয়ে তা লাইক হয়ে গিয়েছে। আমি সত্যি ক্ষমাপ্রার্থী এমন কিছু ঘটার জন্য, এবং আঘাত পৌঁছানোর জন্য।”