Sayani Gupta: নিজের কণ্ঠ তুলতে কখনও লজ্জা পাবেন না: সায়নী গুপ্ত

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Oct 24, 2022 | 8:35 PM

Sayani Gupta: দামিনী রায় রূপে আবার হাজির সায়নী গুপ্ত। পর্দার দামিনীর সঙ্গে বেশ মিল রয়েছে সায়নীর।

Sayani Gupta: নিজের কণ্ঠ তুলতে কখনও লজ্জা পাবেন না: সায়নী গুপ্ত
অভিনেত্রী বলে নজরদারি রয়েছে, তবু নিজের কণ্ঠ তুলতে ভয় পান না সায়নী

Follow Us

‘ফোর মোর শটস প্লিজ’ সিজিজের সিজিন ৩ এসে গিয়েছে। দামিনী রায় রূপে আবার হাজির সায়নী গুপ্ত। পর্দার দামিনীর সঙ্গে বেশ মিল রয়েছে সায়নীর। সিরিজে দামিনী যেমন যে কোনও বিষয়ে নিজের মতামত দিতে পিছপা হয় না, ঠিক তেমনই সায়নীও কোনও বিষয়ের উপর নিজের চিন্তাভাবনা শেয়ার করতে ভয় পান না। যদিও তা কখনও   কখনও ব্যাকফায়ার করে, তবু নিজের কণ্ঠ তুলতে পিছিয়ে যান না তিনি। তাঁর মতে, ব্যাকফায়ার  করাটা কোনও বড় বিষয় নয়, কোনও বিষয়ে কথা বলা মানে সেটা সেই মানুষটিকে বিরক্ত করছে, অতএব নিজের কণ্ঠ তোলা তখন জরুরি, ‘ফোর মোর শটস প্লিজ’-এর প্রচারে ব্যস্ত সায়নী এমনটাই মনে করেন।

“তুমি তোমার যুদ্ধ নিজে ঠিক করো। কিন্তু কখনও অন্যায়ের বিরুদ্ধে নিজের কথা বলতে লজ্জা পাবে না। আমি সারা জীবন এমনটাই করে এসেছি”, বললেন সায়নী। যেহেতু তিনি একজন অভিনেত্রী, তাই তাঁর উপর নজরদারি বেশি বলেই মনে করেন। “আমি একজন অভিনেত্রী। নিজের কাজ আরও ভাল করতে চাই। কিন্তু তাই নিজে যা বিশ্বাস করি তা বলা থেকে বিরত করতে পারে না। এগুলো বলতে বলতেই আমরা বড় হচ্ছি, লড়াই কম করতে চাইছি, কারণ মাঝে মাঝে অনুভব করি, যুদ্ধ করার কারণটা ঠিক কী!” যোগ করলেন সায়নী।

‘ফোর মোর শটস প্লিজ’ সিজন ৩তে কীর্তি কুলহারি, মানভি গাগরু, বানি জে., প্রতীক বব্বর, লিসা রে, নীল ভূপালম, রাজীব সিদ্ধার্থ, অমৃতা পুরি, সিমোন সিং এবং সমীর কোচার তাঁদের নিজ নিজ ভূমিকায় আবারও রয়েছেন। জিম সার্ভ, সুশান্ত সিং, শিল্পা শুক্লা এবং রোহান মেহরা এই নতুন সিজনের নতুন মুখ।