Horror Movies: ভয় পেতে ভালবাসেন? ওটিটিতে এই ৫ হাড়কাঁপানো ছবি আজই দেখে নিন

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 25, 2022 | 8:20 PM

Hollywood Horror: সব ছবিতেই যে আপনার রোম দাঁড়িয়ে যাবে তা কিন্তু নয়, তবে ভয়-ভাললাগার মিশেল এক অনুভূতি বহুদিন থেকে যাবে আপনার হৃদয়ে।

Horror Movies: ভয় পেতে ভালবাসেন? ওটিটিতে এই ৫ হাড়কাঁপানো ছবি আজই দেখে নিন
এই ৫ হাড়কাঁপানো ছবি আজই দেখে নিন

Follow Us

তেনাদের ভয় পান? কিন্তু ভয় পেতে ভালও বাসেন? দুদিন আগেই পার হয়েছে ভূতচতুর্দশী। ওদিকে আবার হ্যালোউইনও আসন্ন। এই ভয় পাবার মরসুমে যদি আপনার কাছে ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন থাকে তাহলে দেরি না করে দেখে ফেলুন এই পাঁচ ছবি। সব ছবিতেই যে আপনার রোম দাঁড়িয়ে যাবে তা কিন্তু নয়, তবে ভয়-ভাললাগার মিশেল এক অনুভূতি বহুদিন থেকে যাবে আপনার হৃদয়ে।

ইট ফলোজ- অ্যামাজন প্রাইম

২০১৪ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শিত হয়েছিল এই ছবি। এই ছবির ব্যবসায়িক সাফল্য আকাশছোঁয়া। ছবির প্রতিটি দৃশ্য হাড়কাঁপানো। আপনি যদি ভয় পেতে ভালবাসেন তবেই দেখবেন। দুর্বল হৃদয় ব্যক্তিদের এড়িয়ে যাওয়াই ভাল। পাওয়া যাবে অ্যামাজন প্রাইমে। মনে রাখবেন, ‘সে কিন্তু অনুসরণ করছে’।

নো ওয়ান গেটস আউট অ্যালাইভ- নেটফ্লিক্স

এক মেয়ের গল্প। যে মেয়ে অচেনা শহরে কম পয়সায় এক বাড়িতে ভাড়া এসেছে। হলিউড ছবির যাবতীয় মশলা রয়েছে এই ছবিতে। দেখতে পারেন, একই সঙ্গে মনস্তত্ত্বের নানা দিকের সঙ্গে আলাপ হতে পারে আপনার। নাম শুনেই বুঝতে পারছেন, একবার যে ওই বাড়িতে ঢোকে আর বেঁচে ফিরতেই পারে না। ছবিটি রয়েছে নেটফ্লিক্সে।

ছোড়ি- অ্যামাজন প্রাইম

বলিউডে নাকি ভয় পাওয়ানোর গল্পের বড় আকাল? নুসরত বারুচা অভিনীত ‘ছোড়ি’ দেখেছেন? অসম্ভব ভাল সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে সংলাপ–এই ছবির ইউএসপি। এ ছবির ভূত আপনাকে ভয় পাওয়াবে যত তার চেয়েও আপনার মনের কোণে ফুটে উঠবে যন্ত্রণা। যাকে বিশ্বাস করেছেন, যাকে ভালবেসেছেন আপনি সন্দেহের চোখে তাকাতে বাধ্য হবেন তার দিকেও। দেখে নিন, অ্যামাজন প্রাইমে রয়েছে ছবিটি।

হেরেডিটারি- নেটফ্লিক্স

ছবি জুড়ে ক্ল্যাসিক সেটআপ। ছবির গল্পই ছবির মূল উপজীব্য। ছবিতে যে বাচ্চাটি রয়েছে তার অভিনয়ে আপনি মুগ্ধ হবেন। ভয় আপনাকে পেতেই হবে এ ছবি দেখে। মুক্তি ২০১৮ সালে পেলেও এই ছবি এই মুহূর্তে রয়েছে নেটফ্লিক্সে।

বুলবুল- নেটফ্লিক্স

এক রূপকথার গল্প। তবে এ রূপকথায় রাজপুত্র-রাজকন্যার দেখা মিললেও দেখা মেলে আরও একজনের… সে বুলবুল। বুলবুল আদপে কী? সে কি ডাইনি, আত্মা নাকি তাঁর গল্প সবার থেকে আলাদা? অমিত ত্রিবেদীর ব্যাকগ্রাউন্ড মিউজিক আর তৃপ্তি, রাহুল, পরম ও পাওলির অভিনয় এ ছবিকে এগিয়ে দিয়েছে বহুদূর। যদি এখনো না দেখে থাকেন তবে নেটফ্লিক্সে দেখে নিতেই পারেন এই ছবি।

Next Article