অভিনেত্রী অম্রুতা সুভাষকে চেনেন? নেটফ্লিক্সের মাস কয়েক আগে মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাস্ট স্টোরিজ ২’ -এ কঙ্কনা সেব শর্মার পরিচালনায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। কঙ্কনা পরিচালিত ওই অ্যান্থোলজির নাম ছিল ‘মিরর’। পরিচারিকার চরিত্রে অভিনয় করেছিলেন অম্রুতা। দেখানো হয়েছিল পরিচারিকা ও তাঁর স্বামীর ঘনিষ্ঠতা লুকিয়ে লুকিয়ে উপভোগ করেন গৃহকর্ত্রী। অম্রুতার স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীকান্ত যাদব। শ্রীকান্ত আবার অভিনেত্রীর বাস্তবজীবনে বেস্টফ্রেণ্ড, বহুদিনের পরিচয় তাঁদের। বেস্টফ্রেন্ডের সঙ্গে এ হেন দৃশ্যে অভিনয়! না, মোটেও প্রস্তুত ছিলেন না কেউই।
অম্রুতার কথায়, “আমি কঙ্কনাকে বলি আমায় একদিন সময় দাও। শ্রীকান্তও আমায় বারংবার বলতে থাকে, আমি তোর সঙ্গে এরকমটা কিছুতেই করতে পারব না। আমার স্বামী সন্দেশ কুলকর্নিই তখন উৎসাহ দেয় আমাদের। ও নিজেও অভিনেতা। একই সঙ্গে শ্রীকান্তের বন্ধুও। ও বারবার বলতে থাকে, হয়ে যাবে, ভালভাবে সব হয়ে যাবে।” ‘ভালভাবেই’ হয়ে গিয়েছিল সবটাই। সিরিজে তাঁদের অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। পেশাদারের ক্ষেত্রে তাই-ই যে দস্তুর।