অগস্ত্যকে নিয়ে আশার আলো তৈরি হয়েছে বলিউডে। রণবীর কাপুর পরবর্তী যুগের এক নম্বর নায়ক হতে চলেছেন অমিতাভ বচ্চনের নাতি। অমিতাভের কন্যা শ্বেতা বচ্চন নন্দার পুত্র তিনি। সম্প্রতি নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অগস্ত্যর ডেবিউ ছবি ‘দ্য আর্চিজ়’। সেখানেই তাঁর পারফরম্যান্স দেখে আলোড়ন সৃষ্টি হয়েছে। একগুচ্ছ তারকা সন্তানকে লঞ্চ করার জন্য সমালোচনার সম্মুখীন হয়েছেন ছবির পরিচালক জ়োয়া আখতারও। কিন্তু সমালোচনা হোক আর যাই হোক, অগস্ত্যকে নিয়ে তৈরি হয়েছে প্রত্যাশা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জ়োয়ার বাবা জাভেদ আখতার বলেছেন, অগস্ত্যকে দেখে তাঁর ছোট বয়সের ঋষি কাপুর মনে হয়েছে। তিনিই নাকি ঋষির ফেলে আসা সেই নিষ্পাপ হিরোর জায়গা নেবেন আগামীদিনে। অগস্ত্যর মা শ্বেতা বচ্চন নন্দাকে জাভেদ এও বলেছেন, “এই সময় দাঁড়িয়ে দেশে মাচো হিরোরাই দাপিয়ে বেড়াচ্ছেন। কিন্তু শ্বেতা, তোমার ছেলে অগস্ত্য ঋষি কাপুরের ফেলে আসা জায়গাটা নিতে পারবে আগামীদিনে। সেটাই আমার স্থির বিশ্বাস। ওর মধ্যে আমি ‘ববি’ ছবির নিষ্পাপ ঋষিকে খুঁজে পেয়েছি।”
কেবল অগস্ত্য নন, ‘দ্য আর্চিজ়’-এ ডেবিউ করেছেন শাহরুখ খানের কন্যা সুহানা খান, শ্রীদেবী-বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুরও। ‘দ্য আর্চিজ়’ কমিক্সের পাতা থেকে উঠে এসে এই ছবির চিত্রনাট্য। ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় এবং মুম্বইয়ে হয় বিরাট মাপের প্রিমিয়ার শো। বচ্চন, খান পরিবারের সকলেই হাজির হয়েছিলেন সেই প্রিমিয়ারে। বিতর্কের মাঝে এসেছিলেন ঐশ্বর্য রাই বচ্চনও। তার উপর জল্পনা তুঙ্গে যে, অগস্ত্যর সঙ্গে ডেট করছেন সুহানা। সম্পর্ক যদি এগোয়, তা হলে ভবিষ্যতে বচ্চন পরিবারের ‘বউমা’ হবেন শাহরুখ কন্যা।