Ankita-Vicky Relationship: পোজ় দিয়ে ছবি, সবটাই কি মেকি? ভিকির সঙ্গে সম্পর্কে বিবাদ নিয়ে মুখ খুললেন অঙ্কিতা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Feb 18, 2023 | 10:30 AM

Relationship: অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈনের ক্যামেরার পিছনে থাকা সম্পর্কের সমীকরণটা ঠিক কেমন, তা জানতে চান অনেকেই।

Ankita-Vicky Relationship: পোজ় দিয়ে ছবি, সবটাই কি মেকি? ভিকির সঙ্গে সম্পর্কে বিবাদ নিয়ে মুখ খুললেন অঙ্কিতা

Follow Us

অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈনির মধ্যে সম্পর্কের সমীকরণ ঠিক কেমন? বারে বারে ভক্তদের মনে এই প্রশ্ন দেখা দিয়েছে মূলত একটাই কারণে, সুশান্ত সিং রাজপুত। একটা সময় যে অভিনেত্রী নিজেকে সুশান্ত সিং রাজপুতের বিধবা বলে দাবি করতেন, তিনি দিব্যি বিয়ের পিঁড়িতে বসে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সস্ক্রিয় অঙ্কা লোখান্ডে। ঝড়ের গতিতে ভাইরাল তাঁর এক একটি পোস্ট। তাঁর সঙ্গে ভিকির সংসার এক কথায় যেন সোনায় বাঁধানো। অনবদ্য লুকে বারে বারে তাঁরা ফ্রেমবন্দি হয়ে থাকেন। যার জন্য একাধিকবার শুনতেও হয়েছে তাঁদের লোক দেখানো পোস্ট। সত্যি কি লোক দেখানো পোস্ট? তাঁদের সম্পর্কের মাঝে কি কোনও বিবাদ নেই? এবার প্রকাশ্যে এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী।

সম্প্রতি হিন্দুস্থান টাইমস-এ এক সাক্ষাৎকার অঙ্কিকা লোখান্ডে জানান, তাঁর ও ভিকির সম্পর্কের মাঝেও বিবাদ রয়েছে। সম্পর্কে বিবাদ কার মধ্যে না নেই! প্রতিটা জুটির মতো তাঁদের মধ্যেই সেই চেনা মনোমালিন্য বর্তমান। তবে কোথাও গিয়ে যেন সমস্যা কীভাবে কাটিয়ে উঠতে হয়, তাও এতদিনে শিখে গিয়েছেন অঙ্কিতা। স্পষ্টই জানালেন, মানিয়ে নেওয়া বিষয়টা তাঁর মধ্যে নেই। তবে এই বিষয় ভিকি বেশ সাহায্য করে থাকেন। অঙ্কিরা কথায় যে কোনও সম্পর্কের মধ্যেই ধৈর্য্য থাকাটা জরুরী।

অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈনের ক্যামেরার পিছনে থাকা সম্পর্কের সমীকরণটা ঠিক কেমন, তা জানতে চান অনেকেই। এবার সেই বিষয় অঙ্কিতা জানান, রাগ অভিমান থাকে অনেক, কিন্তু কোথায় গিয়ে থামতে হবে সেটাও জানতে হয়। নয়তো সমস্যা। একটা স্টেজের পর মানিয়ে নেওয়াটাও জরুরী। দুজনের সম্পর্কে এই সামান্য ভারসাম্য না থাকলে বিপদ বলেই অঙ্কিতা জানান। তাঁর কথায় একটা সময় গিয়ে এগুলো ঠিক হয়ে যায়। আর কোনও অভিযোগ থাকে না।

Next Article